হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২৭ জানুয়ারী '২৫):- '৪৮ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা ২০২৫'-এর প্রাক্কালে 'মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব'-এর মহাসচিব দেবাশিস দত্ত, 'কলকাতা প্রেস ক্লাব'-এর অধ্যক্ষ স্নেহাশিস সুর সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আজ 'এশিয়ান পাবলিকেশন'-এর পক্ষ থেকে প্রকাশিত হল বিপ্লব রায়-এর লেখা ভিন্নধারার বই 'ছাত্র আন্দোলন সেকাল একাল'।
Comments
Post a Comment