হীরক মুখোপাধ্যায়
বারাসাত (৩০ জানুয়ারী '২৫):- পশ্চিমবঙ্গে দ্বিতীয় এবং উত্তর ২৪ জেলার প্রথম শিক্ষাকেন্দ্র রূপে দোলতলায় 'জাভেদ হাবিব স্যালোন অ্যাণ্ড অ্যাকাডেমী' (JAWED HABIB SALON & ACADEMY) চালু করল ভারতখ্যাত সৌন্দর্য বিশেষজ্ঞ তথা নরসুন্দর জাভেদ হাবিব (Jawed Habib)।স্যালোন ও অ্যাকাডেমীর দ্বারোদ্ঘাটনের পর শিক্ষার্থীদের সামনে চুলের যত্ন সম্পর্কে বিস্তারিত চর্চা করতে গিয়ে জাভেদ হাবিব জানিয়েছেন,"পশ্চিমবঙ্গের আবহাওয়া অত্যধিক আদ্র হওয়ার জন্য এখানকার নরনারীর চুল বেশিরভাগ সময় ভিজে থাকে। আর ঠিক এই কারণেই এখানকার মানুষদের চুলের স্বাস্থ্য দেশের অন্যান্য রাজ্যের মানুষদের থেকে অনেক খারাপ।"
জাভেদ হাবিব সতর্কবার্তা জারি করে জানিয়েছেন, "ভুল করেও একশো শতাংশ শুকনো বা রুক্ষ্ম চুলে সাবান, শ্যাম্পু তেল বা কণ্ডিশনার প্রযোগ করবেন না।"
জাভেদ হাবিব সতর্কবার্তা জারি করে জানিয়েছেন, "ভুল করেও একশো শতাংশ শুকনো বা রুক্ষ্ম চুলে সাবান, শ্যাম্পু তেল বা কণ্ডিশনার প্রযোগ করবেন না।"
শিক্ষাকেন্দ্রের প্রবন্ধক দোলন সেনগুপ্ত (Dolon Sengupta, Manager, Jawed Habib Salon & Academy, Doltala) বলেছেন, "১৮ বর্ষের উপরে ভারতের যেকোনো ব্যক্তি আমাদের শিক্ষাকেন্দ্র থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন।"
Comments
Post a Comment