কলেজ স্ট্রিটের ইণ্ডিয়ান কফি হাউসে সম্পন্ন হল রজতজয়ন্তী বর্ষের রক্তদান শিবির


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (৯ জানুয়ারী '২৫):- 'কফি হাউস প্রেমী দিবস'-এর বিশেষ দিনে সুরসম্রাট সলিল চৌধুরী (জন্ম : ১৯ নভেম্বর ১৯২৫)-র জন্ম শতবার্ষিকী স্মরণে 'ইণ্ডিয়ান কফি হাউস'-এর বর্তমান চালিকাশক্তি 'কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন' আজ 'উদ্দেশ্য একটাই : রক্তদান' নামাঙ্কিত বারো ঘণ্টা ব্যাপী এক রক্তদান শিবির সম্পন্ন করল।

অনুষ্ঠানের বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়, মান্না দে-র গাওয়া বিখ্যাত গান 'কফি হাউসের সেই আড্ডাটা' গানের সুরকার সুপর্ণকান্তি ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, ফুটবলার মৃদুল ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

 'কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন'-এর
তরফে সম্পাদক অচিন্ত্য লাহা বলেছেন, "এই বছর রজতজয়ন্তী বর্ষে পদার্পণ করল 'ইণ্ডিয়ান কফি হাউস'-এর এই রক্তদান শিবির। 
                                                 ছবি :- রণেশ বিশ্বাস 

Comments