দলীয় সমর্থকদের সাথে মোহনবাগান দলের দলনায়ক ও অন্যান্য খেলোয়াড়দের সাক্ষাৎ এবং অভিনন্দন জ্ঞাপনের সুযোগ করে দিল স্কেচার্স
হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২৪ জানুয়ারি '২৫) :- আজ এক অনুষ্ঠানের মাধ্যমে 'মোহনবাগান ফুটবল দল'(Mohun Bagan Football Team)-এর সমর্থকদের সাথে দলের খেলোয়াড়দের 'সাক্ষাৎ ও অভিনন্দন জ্ঞাপনের আয়োজন' (Meet & Greet event) করে ক্রীড়ামোদীদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এল কমফোর্ট টেকনোলজি কোম্পানি®-র ছত্রছায়ায় চলা 'স্কেচার্স সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেড' (Skechers South Asia Private Limited)।
আজ মধ্যাহ্নে দক্ষিণ কোলকাতার এক বাণিজ্য কেন্দ্রে মোহনবাগান ফুটবল দলের অধিনায়ক শুভাশিষ বোস ও সহ খেলোয়াড় আশীষ রাই, আশিক কুরুনিয়ান, দীপক টাংরি ও লিস্টন কোলাকো-র সাথে দলীয় সমর্থক ও স্তুতিকারদের এক মিলনের ব্যবস্থা করে দিল 'স্কেচার্স সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেড'।অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'স্কেচার্স সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেড'-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাহুল ভিরা (Rahul Vira, Chief Executive Officer, Skechers South Asia Private Limited) জানিয়েছেন, "আজকের অনুষ্ঠানে দলীয় সমর্থকরা তাঁদের পছন্দের খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ বা অভিনন্দনই জানাননি, বরং তাঁদের সামনে নিজেদের নৈপুণ্য প্রদর্শনেরও সুযোগ পেয়েছেন।"
অপরদিকে মোহনবাগান ফুটবল দলের নির্দেশক বিনয় চোপড়া (Vinay Chopra, Director, Mohun Bagan) বলেছেন, "আমরা আপ্লুত।"
Comments
Post a Comment