হীরক মুখোপাধ্যায়
ঝাড়গ্রাম (৭ জানুয়ারী '২৫):- 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation)-এর উদ্যোগে ও 'কুলটিকারী বি এড কলেজ'-এর সহযোগিতায় এবং 'মেদিনীপুর রোটারি আই হসপিটাল (Midnapoor Rotary Eye Hospital)-এর ব্যবস্থাপনায় ঝাড়গ্রাম-এর 'কুলটিকারী বি এড কলেজ ক্যাম্পাস'-এ হয়ে গেল ছানি অপসারণের জন্য বিনাব্যায়ে চক্ষু পরীক্ষা শিবির। "অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের পঞ্চাশোর্ধ ব্যক্তিদের চোখের 'মোতিয়াবিন্দ' বা 'ছানি' অপসারণের জন্য আয়োজিত আজকের চক্ষু পরীক্ষা শিবিরে সর্বমোট ১০০ জন চক্ষু পরীক্ষা করাতে এসেছিলেন, যাঁদের মধ্যে ১৬ জনকে শল্য চিকিৎসার জন্য নির্বাচিত করা হয়েছে," বলে জানিয়েছেন 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের সদস্য তথা কোষাধ্যক্ষ এবংপশ্চিম মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ডেভিড কিশোর হেমব্রম (David Kishore Hembram, Treasurer & Trustee Member, West Bengal Oxygen Foundation)।
পরীক্ষা শিবিরের শেষে 'মেদিনীপুর রোটারি আই হসপিটাল'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "নির্বাচিত ব্যক্তিদের মধ্যে থেকে আজ ১০ জনকে ফ্যাকোইমালসিফিকেশন
(Phacoemulsification) পদ্ধতিতে ছানি সরিয়ে (Cataract Surgery) চোখে 'ইন্ট্রা ওকুলার লেন্স' (Intra Ocular Lens) প্রতিস্থাপন করা হবে। বাকি ৬ জনকে পরে তাঁদের সময় মতো শল্যচিকিৎসা করে দেওয়া হবে।"
Comments
Post a Comment