বালীর প্রাক্তন পৌরপ্রতিনিধি বিজয়কৃষ্ণ রায়ের স্মরণে সাঁইবাবাকে ভোগ অর্পণ সহ প্রসাদ বিতরণ করল রায় পরিবার
হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৪ জানুয়ারী '২৫):- হাওড়া জেলার বালি পৌরসভার প্রাক্তন পৌরপ্রতিনিধি এবং পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র পত্রিকার মুখ্য সাংবাদিক, 'কলকাতা প্রেস ক্লাব'-এর আজীবন সদস্য, 'বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস ক্লাব' সংক্ষেপে বি.এফ.জে.-র দুবারের সভাপতি এবং সাবেক 'বালী থানা পুজো সমন্বয় সমিতি' যার বর্তমান নাম 'হাওড়া জেলা পুজো সমন্বয় সমিতি'-র প্রতিষ্ঠাতা বিজয়কৃষ্ণ রায়-এর নবম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আজ কোলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিট লাগোয়া সাঁইবাবার মন্দিরে ভোগ নিবেদন সহ প্রসাদ বিতরণ করল রায় পরিবার।
প্রয়াত বিজয়কৃষ্ণ রায় ১৯৬২ সালে জাতীয় কংগ্রেস দলের টিকিটে নির্বাচিত সদস্য রূপে পৌরসভায় পদার্পণ করেছিলেন। পরবর্তী সময় তিনি কলকাতায় এসে বিনোদন জগতের জনসংযোগ অধিকর্তা রূপে প্রভূত খ্যাতির অধিকারী হন।
২০১৭ সালে ৯৮ বছর বয়সে তিনি কোলকাতায় পরলোক গমন করেন।
২০১৭ সালে ৯৮ বছর বয়সে তিনি কোলকাতায় পরলোক গমন করেন।
সাঁইবাবার কাছে ভোগ নিবেদনের সময় সঞ্জয় রায় ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর পৌত্র রোহিতজয় রায়, পৌত্রী স্বস্তিকা রায় সহ প্রয়াত রায়-এর পরিবারের অন্যান্য সদস্যগণ।
প্রয়াত রায়-এর জ্যেষ্ঠ পুত্র সঞ্জয় রায় আজ সকালেই সামাজিক মাধ্যমে বিজয়কৃষ্ণ রায়-এর স্মরণে এক আবেগঘণ পোস্ট করেছিলেন।
প্রয়াত রায়-এর জ্যেষ্ঠ পুত্র সঞ্জয় রায় আজ সকালেই সামাজিক মাধ্যমে বিজয়কৃষ্ণ রায়-এর স্মরণে এক আবেগঘণ পোস্ট করেছিলেন।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0AnWQqmoqNhTdqaspNNHychMATMLUiAUe2BvyBcvqzfrd7rAdz1xRMSCeHoMzE1BEl&id=100045368924562&mibextid=Nif5oz
(প্রয়াত বিজয়কৃষ্ণ রায়-এর ছবি পারিবারিক সূত্রে প্রাপ্ত)
Comments
Post a Comment