অগ্নিকাণ্ড এবং মৃত্যুমিছিলকে উপেক্ষা করেও মহাকুম্ভ মেলায় ডাব্লু বি ও এফের জনহিতকর কর্মকাণ্ড প্রশংসার দাবী রাখে


এম রাজশেখর

প্রয়াগরাজ (৩১ জানুয়ারী '২৫):- 'মহাকুম্ভ মেলা ২০২৫' (Mahakumbha Mela 2025) পরিসরে দু'দুবার অগ্নিকাণ্ড ও পদপিষ্ট হয়ে বেশ কিছু পুণ্যার্থীর আকস্মিক মৃত্যুর মতো একাধিক দুর্ঘটনা ঘটতে দেখে উত্তরপ্রদেশ সহ সমগ্র ভারত যখন প্রায় বাকরুদ্ধ, সেই পরিস্থিতিতে নিঃশব্দে নীরবে এবং সংবাদমাধ্যমের অলক্ষ্যে একাধিক মানবদরদী সংস্থার কর্ম তৎপরতাও এবার সমগ্র দেশবাসীর নজর কাড়ছে।

'মহাকুম্ভ মেলা ২০২৫' পরিসরে প্রবেশ করে চারদিকে বিভিন্ন প্রশাসনিক ব্যর্থতা ও অরাজকতা দেখতে দেখতে তিতিবিরক্ত হয়ে পুণ্যার্থীরা একদিকে যখন উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে একযোগে বিষোদ্গার করতে পিছপা হচ্ছেন না, অপরদিকে মেলা প্রাঙ্গণে জানপ্রাণ লড়িয়ে জনসেবা করে চলা একাধিক সমাজসেবী সংগঠনকেও ভূয়সী প্রশংসা করতে ভুলছেন না দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় আগত পুণ্যার্থীরা। 

মেলা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের এক সমাজসেবী সংগঠন 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation) সংক্ষেপে 'ডাব্লু বি ও এফ' (WBOF)-কেও এবার জনহিতার্থে কাজ করতে দেখা গেছে।

ঘটনাবহুল 'মহাকুম্ভ মেলা ২০২৫' প্রাঙ্গণে 'মকর সংক্রান্তি' ও 'মৌনি অমাবস্যা' যোগে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর সদস্যবৃন্দ সাধুসন্ত সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় আগত পুণ্যার্থীদের হাতে কম্বল তুলে দিয়েছে।

'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "সংস্থার পক্ষ থেকে অছি পরিষদের কর্ণধার তথা সেটেলর কালিদাস কর্মকার এবং অছি পরিষদের অপর সদস্য ও সংস্থার কোষাধ্যক্ষ ডেভিড কিশোর হেমব্রম-এর নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ সশরীরে 'মহাকুম্ভ মেলা ২০২৫'-এ উপস্থিত থেকে প্রয়োজন অনুযায়ী কম্বল বিতরণ করেছেন..।"

১৩ জানুয়ারী সোমবার 'পৌষ পূর্ণিমা'-র স্নান দিয়ে শুরু হয়েছিল 'মহাকুম্ভ মেলা ২০২৫'। ইতিমধ্যে ১৪ জানুয়ারী 'মকর সংক্রান্তি' এবং ২৯ জানুয়ারী 'মৌনি অমাবস্যা' উপলক্ষ্যে কয়েক কোটি পুণ্যার্থী ত্রিবেণী সংগম সহ অন্যান্য ঘাটে অবগাহন করে পুণ্য সঞ্চয় করেছেন।
যদিও এরই মধ্যে মেলা প্রাঙ্গণে দু দুবার আগুন লাগার ঘটনা সহ পদপিষ্টজনিত কারণে মৃত্যুর ঘটনাও বিশ্ববাসীকে স্তম্ভিত করেছে।

Comments