কলকাতা (৩১ জানুয়ারী '২৫):- ব্যাঙ্কের ব্যাবসা বাড়াবার লক্ষ্যে দক্ষিণ ভারতের দিকে এবার দৃষ্টি ঘোরাতে চলেছে 'বন্ধন ব্যাঙ্ক' (Bandhan Bank)।
২০২৪-'২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করার ফাঁকে সাংবাদিকদের তরফে এক দৃষ্টি আকর্ষণী প্রশ্নের উত্তর দিতে গিয়ে 'বন্ধন ব্যাঙ্ক'-এর ব্যাবস্থাপক নির্দেশক তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পার্থপ্রতিম সেনগুপ্ত (Parthapratim Sengupta, MD & CEO, Bandhan Bank) জানিয়েছেন, "আগামী দিনে ব্যাঙ্কের ব্যাবসা বৃদ্ধির লক্ষ্যে এবার দক্ষিণ ভারতের দিকেও নজর দেওয়া হবে।"
আজ বিধাননগরে 'বন্ধন ব্যাঙ্ক'-এর সদর দপ্তরে ২০২৪-'২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করতে বসে পার্থপ্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, "বর্তমান অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যাংকের মোট আমানত (Total Deposit) ১৭% বৃদ্ধি পেয়ে ২.৭৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মোট আমানতের সাথে ব্যাংকের খুচরা বিক্রয়ের অংশ এখন প্রায় ৬৯ শতাংশ।
শুধু তাই নয়, ব্যাংকের আমানত বই আগের বছরের একই সময়ের তুলনায় ২০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১.৪১ লক্ষ কোটি টাকা এবং মোট অগ্রিম এসে পৌঁছেছে ১.৩২ লক্ষ কোটি টাকায়। চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব (Current Account & Savings Account) সংক্ষেপে কাসা (CASA) অনুপাত সামগ্রিক আমানত বইয়ের ৩২%। ব্যাংকের স্থিতিশীলতার সূচক মূলধন পর্যাপ্ততা অনুপাত (Capital Adequacy Ratio) সংক্ষেপে কার (CAR) ১৬ শতাংশে রয়েছে যা নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার চেয়ে বেশি রয়েছে।"
২০২৪-'২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করার ফাঁকে সাংবাদিকদের তরফে এক দৃষ্টি আকর্ষণী প্রশ্নের উত্তর দিতে গিয়ে 'বন্ধন ব্যাঙ্ক'-এর ব্যাবস্থাপক নির্দেশক তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পার্থপ্রতিম সেনগুপ্ত (Parthapratim Sengupta, MD & CEO, Bandhan Bank) জানিয়েছেন, "আগামী দিনে ব্যাঙ্কের ব্যাবসা বৃদ্ধির লক্ষ্যে এবার দক্ষিণ ভারতের দিকেও নজর দেওয়া হবে।"
আজ বিধাননগরে 'বন্ধন ব্যাঙ্ক'-এর সদর দপ্তরে ২০২৪-'২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করতে বসে পার্থপ্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, "বর্তমান অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যাংকের মোট আমানত (Total Deposit) ১৭% বৃদ্ধি পেয়ে ২.৭৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মোট আমানতের সাথে ব্যাংকের খুচরা বিক্রয়ের অংশ এখন প্রায় ৬৯ শতাংশ।
শুধু তাই নয়, ব্যাংকের আমানত বই আগের বছরের একই সময়ের তুলনায় ২০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১.৪১ লক্ষ কোটি টাকা এবং মোট অগ্রিম এসে পৌঁছেছে ১.৩২ লক্ষ কোটি টাকায়। চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব (Current Account & Savings Account) সংক্ষেপে কাসা (CASA) অনুপাত সামগ্রিক আমানত বইয়ের ৩২%। ব্যাংকের স্থিতিশীলতার সূচক মূলধন পর্যাপ্ততা অনুপাত (Capital Adequacy Ratio) সংক্ষেপে কার (CAR) ১৬ শতাংশে রয়েছে যা নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার চেয়ে বেশি রয়েছে।"
Comments
Post a Comment