প্রাকৃতিক পদ্ধতিতে চাষের উপর দিল্লিতে হয়ে গেল জাতীয় স্তরের এক আলোচনা সভা


                            এম রাজশেখর 

নয়াদিল্লি (৩০ জানুয়ারী '২৫):- 'তফশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র' (Tapasil Jati Adibasi Praktan Sainik Bikash Shilpa Kendra)-র উদ্যোগ ও পরিচালনায় নয়াদিল্লির 'কনস্টিটিউশনাল ক্লাব'-এ গতকাল আয়োজিত হয়ে গেল প্রাকৃতিক চাষের উপর জাতীয় স্তরের এক আলোচনা সভা (National Seminar on Natural Farming)।

আলোচনা সভার শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার মহাসচিব সৌমেন কোলে (Soumen Kole, General Secretary, TJAPSKBSK) জানিয়েছেন, "বিশ্ব উষ্ণায়ণের প্রভাবে বর্তমানে জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগামীদিনে কৃষিক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়তে চলেছে। এই পরিস্থিতিতে প্রাকৃতিক সম্পদের সহায়তায় কিভাবে কৃষিজ ফলন আরো বাড়ানো যায় তা নিয়েই আলোচনা সভায় জ্ঞানগর্ভ চর্চা হয়েছে।"

আলোচনা সভায় কৃষি বিজ্ঞানী, কৃষি প্রযুক্তিবিদ সহ
দেশের ১৫ টা রাজ্যের কৃষি বিভাগের আধিকারিক, বিশেষজ্ঞ এবং কৃষকগণ সহ তিন শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন।

বলে রাখা ভালো, তিন দশক ধরে প্রাকৃতিক সম্পদের সহায়তায় উৎপাদন খরচ কমিয়ে কৃষিজ উৎপাদন বৃদ্ধি সহ মুনাফা বৃদ্ধির উপর কাজ করে চলা এই সংস্থা বর্তমানে জীব বৈচিত্র্যকে স্থিতিশীল করার লক্ষ্যে কৃষিকার্য্যে গোবর, গোমূত্র ও অন্যান্য জৈব সম্পদ ব্যবহারের উপর জোর দেওয়া সহ নানাবিধ প্রশিক্ষণও দিয়ে চলেছে।

Comments