হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৬ জানুয়ারী '২৫):- 'ব্যাঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড' (Bangaluru Metro Rail Corporation Limited) সংক্ষেপে 'বিএমআরসিএল' (BMRCL)-কে তাদের হলুদ পথ (Yellow line)-এ চলার জন্য মরচে নিরোধক ইস্পাত নির্মিত স্বয়ংক্রিয় চালকবিহীন অত্যাধুনিক ট্রেন হস্তান্তর করল 'টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড'।ভারত সরকারের আবাসন ও নগর বিষয়ক বিভাগের মন্ত্রী মনোহর লাল খট্টার (Monohar Lal Khattar, MIC, Department of Housing & Urban Affairs, Government of India)-এর ভার্চুয়াল উপস্থিতিতে আজ এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড-এর ব্যাবস্থাপক নির্দেশক উমেশ চৌধুরী (Umesh Chowdhury, Managing Director, Titagarh Rail Systems Limited) জানিয়েছেন, "এই বছরের এপ্রিলের মধ্যে হলুদ পথে চলার উপযোগী আরও দুটি ট্রেনসেট সহ সেপ্টেম্বর মাসের দিকে আরো দুটো ট্রেন সরবরাহ করবে আমাদের সংস্থা।"
Comments
Post a Comment