সাধারণতন্ত্র দিবসের সন্ধ্যায় শ্রীনগরের সামরিক ঘাঁটিতে সফলতার সাথে দুটো নাটক পরিবেশন করল অ্যাক্ট ফর আ বেটার টুমরো


এম রাজশেখর

শ্রীনগর (২৮ জানুয়ারী '২৫):- দেশের ৭৬ তম সাধারণতন্ত্র দিবসের সন্ধ্যায় শ্রীনগরের বেমিনা কামারওয়ারী রোড স্থিত সামরিক ঘাঁটির এনজিওস এনক্লেভের মুক্ত রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হল আলি মোহাম্মদ লোন লিখিত উর্দু নাটক 'ঝিল বুলা রহী হ্যায়' এবং বাদল সরকার রচিত হিন্দী নাটক 'পাগলা ঘোড়া'।


'অ্যাক্ট ফর আ বেটার টুমরো' পরিবেশিত এবং মুস্তাক আলী আহমেদ খান পরিচালিত এই দুই নাটকই জনমনোরঞ্জনে সফল তথা প্রশংসিত হয়েছে।
                                            ছবি :- মাহাতাব চৌধুরী 

Comments

Post a Comment