হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২৭ জানুয়ারী '২৫):- একদিকে যাত্রী অপরদিকে চালক তথা মালিকেদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর এবং দিল্লীর পর এবার পশ্চিমবঙ্গের বাজারে তিন চাকার বিদ্যুত চালিত অটো রিকশা (Electric Three Wheeler Auto Rickshaw) বাজারে আনল 'টিভিএস মোটর কোম্পানী' (TVS Motor Company)।আজ কলকাতায় 'টিভিএস কিং ইভি ম্যাক্স' (TVS King EV MAX) নামাঙ্কিত এই অটো রিকশা-র লোকার্পণ করে টিভিএস কোম্পানীর বাণিজ্যিক গতিশীলতা বিভাগের ব্যাবসায়িক প্রধান রজত গুপ্তা (Rajat Gupta, Business Head, Commercial Mobility, TVS Motor Company) জানিয়েছেন, "২ লাখ ৯৫ হাজার টাকা (এক্স শোরুম) দাম বিশিষ্ট এই যান স্বাচ্ছন্দ্য, সুরক্ষা, সৌন্দর্য এবং চমৎকারিত্বের দিক দিয়ে অনবদ্য।
৩ ঘণ্টা ৫০ মিনিটে এই যান পূর্ণ রূপে চার্জ করা যাবে। একবার চার্জ করলে এই যান ১৭৯ কিলোমিটার চলবে, এই যান ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। শুধু তাই নয়, এই যান ৫০০ মিলিমিটার বা ৫০ সেন্টিমিটার গভীর জল ভেঙেও অনায়াসে এগিয়ে চলতে পারবে।"
'টিভিএস মোটর কোম্পানী'-র তরফ থেকে জানানো হয়েছে, "আগামী কাল থেকে পশ্চিমবঙ্গে পাওয়া যাবে 'টিভিএস মোটর কোম্পানী'-র নতুন বৈদ্যুতিন যান 'টিভিএস কিং ইভি ম্যাক্স'।"
ছবি :- রণেশ বিশ্বাস
ছবি :- রণেশ বিশ্বাস
Comments
Post a Comment