রত্নখচিত সমাবেশের মাধ্যমে ২৬ তম রক্তদান উৎসব করল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৩ জানুয়ারী '২৫):- সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি, মোহনবাগান ক্লাবের সম্পাদক দেবাশিস দত্ত, ফুটবলার দীপেন্দু বিশ্বাস, মানস ভট্টাচার্য, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ অগণিতা বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভারতের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসু-র ১২৯ তম জন্মদিন উপলক্ষ্যে কলকাতার 'ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র'-এ '২৬ তম মেগা রক্তদান উৎসব' সম্পন্ন করল 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'।


'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক স্বপন ব্যানার্জি (বাবুন) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "রক্তদান উৎসবের পাশাপাশি আজ একই অনুষ্ঠান মঞ্চ থেকে ২০২৪-২৫ সালের সন্তোষ ট্রফি বিজয়ী দলের প্রত্যেক ফুটবল খেলোয়াড় এবং 'বেঙ্গল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বডিবিল্ডার্স'-কেও সম্মানিত করা হয়।


আজ সকাল ১০ টায় গণেশবন্দনার মাধ্যমে শুরু হয় 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন' সংক্ষেপে 'কে এস এল এ'-র আজকের অনুষ্ঠান।
'কে এস এল এ'-র পক্ষ থেকে জানানো হয়েছে, "রক্তদান উৎসবের মাধ্যমে আজ বিকেল পর্যন্ত মোট ২,২২৫ জন নরনারী স্বেচ্ছায় রক্তদান করেছেন।"

Comments