শীতের মরশুমে গরম পোশাক, কম্বল সহ হুইল চেয়ার বিতরণ করল কলকাতার নব যুবক সংঘ


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (৬ জানুয়ারী '২৫):- গতকাল সন্ধ্যায় 'রোটারি ক্লাব অব কলকাতা সাউথ সেন্ট্রাল' (আর আই ডিস্ট্রিক্ট ৩২৯১)-এর সহযোগিতায় কলকাতার 'কেশবচন্দ্র সেন স্ট্রিট' এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের ৬০০ ব্যক্তির হাতে শীতবস্ত্র রূপে গরম জামা, কম্বল সহ হুইল চেয়ার, কেক ও ফল বিতরণ করল ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর আয়োজক সংস্থা 'নব যুবক সংঘ'।


মহতী অনুষ্ঠানকে মহিমান্বিত করতে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার উপমুখ্য সচেতক (Deputy Chief Whip, Legislative House, West Bengal) তথা রাসবিহারী বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক এবং কোলকাতা পৌরনিগমের অন্যতম সদস্য দেবাশিস কুমার, 'নব যুবক সংঘ'-র কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টা, তৃণমূল কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, সৌম বক্সি, প্রিয়াঙ্কু পাণ্ডে, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায় সহ অপর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
                                                   ছবি :- মৃত্যুঞ্জয় রায় 

Comments