হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১৬ জানুয়ারী '২৫):- বিশ্বের এক পঞ্চমাংশ জনগণ যখন ক্যানসার রোগে আক্রান্ত তখন 'চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যানসার ইনস্টিটিউট' (Chittaranjan National Cancer Institute) এবং 'ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর ক্যানসার রিসার্চ' (Indian Association for Cancer Research) সংক্ষেপে 'আই এ সি আর' (IACR)-এর পরিচালনায় আজ থেকে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একযোগে শুরু হল 'আই এ সি আর'-এর ৪৪ তম ত্রিদবসীয় বার্ষিক সভা ও ক্যানসার চিকিৎসায় মৌলিক এবং অনুবাদমূলক পদ্ধতির সমন্বয় (44th Annual Meeting of IACR & International Conference on Convergence of Fundamental & Translational Approaches in Cancer Theranostics) শীর্ষক এক আন্তর্জাতিক আলোচনা সভা।আয়োজক সংস্থাদ্বয়ের তরফে জানানো হয়েছে, "ক্যানসার চিকিৎসায় ভবিষ্যতের অগ্রগতির পথ প্রশস্ত করণের লক্ষ্যে সম্মেলনে জিনোমিক্স, নির্ভুল চিকিৎসা এবং ক্যান্সার গবেষণা এবং থেরাপিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মতো বিষয়গুলো আলোচিত হবে। আলোচনা সভায় শ্রোতা রূপে থাকবেন ভারতের ৩৫০ জন।"
এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে হু হু করে বেড়ে চলেছে ক্যানসার রোগ। 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা'-র তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, "বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশই ক্যানসার রোগে আক্রান্ত। তাঁদের গবেষণা অনুযায়ী ২০২২ সালে সমগ্র বিশ্বে নতুন ২ কোটি (২০ মিলিয়ন) মানুষ ক্যানসার রোগে আক্রান্ত হয়েছেন।
ওই একই সময় বিশ্বে পাঁচ বছরের পুরনো ক্যানসার রোগীর সংখ্যা ছিল ৫ কোটি ৩৫ লাখ ৫০ হাজার (৫৩.৫ মিলিয়ন)।
পরিসংখ্যান অনুযায়ী সমগ্র বিশ্বে প্রতি বছর নতুন করে ২০ লাখ ৫০ হাজার (২.৫ মিলিয়ন) মানুষ ফুসফুসের ক্যান্সার, ২০ লাখ ৩০ হাজার (২.৩ মিলিয়ন) নারী স্তন ক্যানসার, ১০ লাখ ৯০ হাজার (১.৯ মিলিয়ন) মানুষ কোলোরেক্টাল ক্যান্সার এবং ১০ লাখ ৫০ হাজার (১.৫ মিলিয়ন) মানুষ প্রোস্টেট ক্যান্সার (১.৫ মিলিয়ন) রোগে পীড়িত হচ্ছেন।
২০২৩ সালে ভারতে ক্যান্সারের নতুন রোগী রূপে চিহ্নিত হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৬ হাজার ৯৭২ জন।
ভারতীয় পুরুষরা যখন মুখ, ফুসফুস এবং খাদ্যনালী-র ক্যানসারে বেশি করে আক্রান্ত হয়েছেন সেখানে স্তন, জরায়ু এবং ডিম্বাশয়ের ক্যানসার রোগে মহিলারা বেশি করে আক্রান্ত হয়েছেন...।"
Comments
Post a Comment