৩৯ বছর পর ভারতে আবার হতে চলেছে ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১৪ জানুয়ারী '২৫):- 'বৈজ্ঞানিক তথা ঔদ্যোগিক অনুসন্ধান পরিষদ-ভারত' (Council of Scientific & Industrial Research- India)
সংক্ষেপে 'সি এস আই আর' (CSIR) এবং 'কেন্দ্রীয় কাঁচ এবং সেরামিক অনুসন্ধান সংস্থান' (Central Glass & Ceramic Research Institute) সংক্ষেপে (CGCRI)-এর যৌথ উদ্যোগে এবং 'ইণ্ডিয়ান সেরামিক সোসাইটি' (Indian Ceramic Society) ও 'সারা ভারত কাঁচ উৎপাদক সংঘ' (All India Glass Manufacturer's Fedaration)-এর সহযোগিতায় আগামী ২০ থেকে ২৪ জানুয়ারী কোলকাতার 'বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার'-এ আয়োজিত হতে চলেছে 'সপ্তবিংশতিতম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস২০২৫' (27th International Congress on Glass 2025)।

বলে রাখা ভালো ১৯৮৬ সালে শেষবারের মতো ভারতে সংগঠিত হয়েছিল 'ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস', অর্থাৎ ৩৯ বছর পর ভারতে আবার হতে চলেছে এই সভা।

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "সাতাশতম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস-কে সাফল্যমণ্ডিত করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮ শতাধিক প্রতিনিধি সহ ৩ শতাধিক অনুষদ সদস্য কলকাতায় আসছেন।"

Comments