কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর উপস্থিতিতে সায়েন্স সিটিতে হল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গ্যালারির উদ্ঘাটন
হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১১ জানুয়ারী '২৫):- ভারত সরকারের সংস্কৃতি ও পর্যটন বিভাগের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat, MIC, Department of Cultur & Tourism, Government of India)-এর উপস্থিতিতে কলকাতার বিজ্ঞান নগরী (Science City, Kolkata)-তে আজ উদ্ঘাটিত হল 'প্রান্তসীমার পথে' (On the Edge) নামাঙ্কিত এক অত্যাধুনিক গ্যালারি (State of the Art Gallery)।দ্বিতল বিশিষ্ট ভবনের ১০ হাজার বর্গফুট স্থানের উপর নির্মিত এই অত্যাধুনিক আচ্ছাদিত প্রদর্শন কক্ষগুলতে 'জলবায়ু পরিবর্তনের প্রভাব', 'জলবায়ু পরিবর্তনের কারণ' এবং 'প্রশমন ও অভিযোজন' শীর্ষক বিষয়গুলো প্রাঞ্জলভাবে প্রদর্শিত হচ্ছে।
বলে রাখা ভালো, জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ও তৎসংক্রান্ত স্থায়ী অনুশীলনের প্রচারের উপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ভারত সরকারের এই প্রয়াস বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর সহচর রূপে অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রকের সংযুক্ত সচিব সঞ্জয় কল (Sanjoy Kaul, Jt. Secretary, Ministry of Culture, Government of India), ভারতীয় বনস্পতি সর্বেক্ষণ-এর নির্দেশক ডঃ এ এ মাও (Dr. A A Mao, Director, Botanical Survey of India, Government of India), রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের মহানির্দেশক অরিজিৎ দত্ত চৌধুরী (Arijit Dutta Choudhury, Director General, National Council of Science Museums, Government of India), কলকাতা বিজ্ঞান নগরীর নির্দেশক অনুরাগ কুমার (Anurag Kumar, Director, Science City, Kolkata) সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
ছবি :- কর্তৃপক্ষের সৌজন্যে প্রাপ্ত
Comments
Post a Comment