মহাকুম্ভ ২০২৫ উপলক্ষ্যে ঢেলে সাজানো হচ্ছে উত্তর প্রদেশকে


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৯ ডিসেম্বর '২৪):- 'মহাকুম্ভ ২০২৫' (Mahakumbh 2025) উপলক্ষ্যে উত্তর প্রদেশে যেসকল পুণ্যার্থীরা যাবেন তাঁদের সুবিধার জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করছে উত্তর প্রদেশ সরকার (Government of Uttar Pradesh)।

পশ্চিমবঙ্গবাসীকে মেলায় যোগদান করার আমন্ত্রণ জানাতে এসে উত্তর প্রদেশ সরকারের দুই মন্ত্রী আসন্ন মহাকুম্ভ মেলার প্রস্তুতি পর্বের বর্তমান অবস্থা, মূল আচার এবং উৎসব সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে জানিয়েছেন, "এই বছর কমবেশি পঁয়তাল্লিশ কোটি (450 millions) পুণ্যার্থী মেলায় আসতে পারেন।"

উত্তর প্রদেশের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে ১২ বছর পরে পুনরায় আয়োজিত হতে চলেছে পবিত্র মহাকুম্ভ মেলা। আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪৫ দিন ধরে উত্তর প্রদেশের ৪৪ টা ঘাটে চলবে চলবে 'মহাকুম্ভ মেলা ২০২৫'।

পঞ্জিকা মতে আগামী বছরের ১৩ জানুয়ারী (পৌষ পূর্ণিমা), ১৪ জানুয়ারী (মকর সংক্রান্তি), ২৯ জানুয়ারী (মৌনী অমাবস্যা), ৩ ফেব্রুয়ারী (বসন্ত পঞ্চমী), ১২ ফেব্রুয়ারী (মাঘী পূর্ণিমা) ও ২৬ ফেব্রুয়ারী (মহা শিবরাত্রি) উপলক্ষ্যে মহাকুম্ভ মেলার মহাস্নান পর্ব চলবে।

আজ উত্তর প্রদেশ সরকারের প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষ (Prayagraj Mela Authority) এবং 'দ্য ফেডারেশন অব ইণ্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রীজ' (The Fedaration of Indian Chamber of Commerce & Industries) সংক্ষেপে 'ফিকি' (FICCI)-র যৌথ আহ্বানে উত্তর প্রদেশে হতে চলা 'মহাকুম্ভ ২০২৫' শীর্ষক সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়েছে, "সবুজ ও প্রদূষণহীন স্বচ্ছ মহাকুম্ভ (Green & Cleen Mahakumbh)-র ভাবনাকে মাথায় রেখে মেলা সংলগ্ন অঞ্চলে ৩ লাখ গাছের চারা লাগানোর পাশাপাশি গঙ্গা অভিমুখী রাজ্যের সমস্ত নালা বন্ধ করে দেওয়া হয়েছে।"


সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে উত্তর প্রদেশ সরকারের বন ও পরিবেশ, প্রাণী উদ্যান, জলবায়ু পরিবর্তন বিভাগের স্বাধীন দায়িত্বপূর্ণ রাষ্ট্রমন্ত্রী ডাঃ অরুণকুমার সাক্সেনা [Dr. Arunkumar Saxena, Mos (Independent Charge), Department of Forest & Environment, Zoological Garden & Climate Change, Government of Uttar Pradesh] জানিয়েছেন, "১২ বছর আগের তুলনায় এই বছর আরো ৯ টা স্নান ঘাট বাড়ানোর ফলে ১২ কিলোমিটার অঞ্চলের মধ্যে স্নান ঘাটের সংখ্যা হবে ৪৪ টা। পুণ্যার্থীদের সুবিধার জন্য বাংলা সহ ১১ ভাষায় ঘোষণার ব্যবস্থা থাকবে। পুণ্যার্থীদের স্বাস্থ্যজনিত সমস্যার সুবিধার্থে ২৯১ জন অ্যালোপ্যাথিক চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসক, ৯০ জন আয়ুর্বেদিক ও ইউনানি বিশেষজ্ঞ সহ ১৮২ জন পরিষেবিকা সহ তৈরি থাকবে প্যারেড গ্রাউণ্ডের ১০০ শয্যার হাসপাতাল সহ ২০ শয্যার দুটো এবং ৮ শয্যার অপর একটা পৃথক স্বাস্থ্য কেন্দ্র, আপদকালীন স্থিতির জন্য সেনার ১০ শয্যার পৃথক হাসপাতাল।" 


অপরদিকে উত্তর প্রদেশ সরকারের আখ উন্নয়ন ও চিনি কারখানা বিভাগের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় সিং গঙ্গওয়ার (Sanjay Sing Gangwar, Mos, Department of Sugarcane Department & Sugar Mills, Government of Uttar Pradesh) বলেছেন, "এই বছরের 'মহাকুম্ভ ২০২৫' একদিকে যেমন দূষণমুক্ত ভাবে পরিচালন করার ব্যবস্থা করছে উত্তর প্রদেশ সরকার তেমনই এই মেলায় যাতায়াত, থাকা ও গাড়ি রাখার বিষয়গুলোর উপরেও কড়া নজর রাখা হবে।"






Comments