নিজের উপস্থিতিতে দক্ষিণ কোলকাতার এক ফ্যাশন শো জমিয়ে দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৮ ডিসেম্বর '২৪):- আবির্ভাব লগ্নেই বাজিমাত করে দিল 'সাউণ্ড অব সোম প্রোডাকশনস' এবং 'আইকনিক পি আর'।
সাউণ্ড অব সোম প্রোডাকশনস' আয়োজিত প্রথম ফ্যাশন শো 'এস ফ্যাক্টর'-এর অনুষ্ঠান মঞ্চে কোলকাতার বিনোদন জগৎ ও প্রশাসনিক মহলের বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে উপস্থিত করে সংবাদমাধ্যমের দৃষ্টি কেড়েছে এই দুই সংস্থা।


গতকাল সন্ধ্যায় নিজেদের প্রথম অনুষ্ঠান মঞ্চে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর লব্ধপ্রতিষ্ঠিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী ও মডেল পারিজাত চক্রবর্তী, স্বনামধন্য তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালী মুন্সী, বাণিজ্য কর অধিকার-এর সহকারী আয়ুক্ত নাসকিন বক্স সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত করে আক্ষরিক অর্থেই মঞ্চে চাঁদের হাট বসিয়ে দিয়েছিল এরা।
তথ্যাভিজ্ঞ মহলের মতে, 'এই দুই সংস্থার মেলবন্ধন এক নতুন যুগের সূচনা করল কোলকাতায়।'


নারী পুরুষদের বয়স ভিত্তিক তিনটে প্রতিযোগিতা মূলক ফ্যাশন শো ছাড়াও গতকালের অনুষ্ঠান সাজানো ছিল ফুলের মতো শিশুদের ফ্যাশন শো সহ স্বল্পমেয়াদি এক বাংলা কাহিনীচিত্রের প্রকাশ ও অপর এক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের প্রদর্শনী।
অনুষ্ঠানে ফ্যাশন শো-র বিচারক রূপে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সুদীপরঞ্জন সরকার, ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা ও ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি।

Comments