প্রতিবন্ধী নরনারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চালানোর জন্য সম্মানিত হলেন নুপুর মুখার্জি


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৩ ডিসেম্বর '২৪):- পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ বিভাগ-এর প্রিন্সিপ্যাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে গতকাল কোলকাতার রোটারি সদন-এ আয়োজিত 'প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের উৎসব ও রোজগার মেলা' নামাঙ্কিত এক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ ও সমাজকল্যাণ বিভাগ (Department of Women & Child Development & Social Welfare, Government of West Bengal) 'রাজ্য পুরস্কার' (State Award)-এ সম্মানিত করল নুপুর মুখার্জি (Nupur Mukherjee)-কে।

বিগত ২৩ বছর ধরে থেরাপিউটিক ড্যান্স ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে প্রতিবন্ধী কিশোর-কিশোরীদের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চালানোর জন্য 'প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস ২০২৪' (International Day of Persons with Disabilities 2024)-এর প্রাক্কালে সম্মানিত হলেন নুপুর মুখার্জি।

বলে রাখা ভালো, এর আগে ২০১৯ সালে বিহার সরকারের তরফে 'বিসমিল্লা খান সম্মান'-এ সম্মানিত হয়েছিলেন নুপুর মুখার্জি।

Comments