হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৭ ডিসেম্বর '২৪):- "প্রস্রাব করতে গিয়ে যেকোনো ধরণের অস্বস্তি অনুভব হলে তৎক্ষনাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত," বলে নিজের মত প্রকাশ করেছেন 'নারায়ণা হেল্থ'-এর ইউরলজি বিভাগের অন্যতম পরামর্শদাতা চিকিৎসক ডাঃ বোপান্না ভেঙ্কট ভার্গব [Dr. Bopanna Venkata Bhargava, MBBS, MS(General Surgery), MCh (Urology), Consultant Urology & Uro-oncology, Narayana Health]।আজ কোলকাতা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি এই কথা বলেন।
গত অক্টোবর মাসে বজবজের তরুণ যন্ত্রতত্ত্ববিদ সোহম দাস (২৪)-এর উপর সফলতার সাথে 'এণ্ডোস্কোপিক ব্লাডার নেক বটুলিনাম টক্সিন ইনজেকশন' (Endoscopic Bladder Neck Botulinum Toxin Injection) নামাঙ্কিত এক শল্যচিকিৎসা (Surgery) সম্পন্ন করেছে 'নারায়ণা হেল্থ' (Narayana Health)-এর ছত্রছায়ায় চলা হাওড়ার 'নারায়ণা সুপারস্পেশিয়ালিটি হসপিটাল' (Narayana Superspeciality Hospital, Howrah)।
হাসপাতালের তরফ থেকে দাবি করা হচ্ছে, "পূর্ব ভারতে এই প্রথম এভাবে চিকিৎসা করা হল।"
প্রস্রাব সম্পর্কিত বাধক ব্যথা, প্রস্রাবের বেগ ধারণে অক্ষমতা, মূত্রথলি থেকে পুরো প্রস্রাব একবারে বাহির না হওয়া, বারবার প্রস্রাব করার প্রবনতা প্রভৃতি লক্ষণযুক্ত রোগীদের মধ্যে যারা শল্যচিকিৎসার উপযুক্ত নয় অথচ সাধারণ খাবার ওষুধে কাজ হচ্ছে না, একমাত্র তাঁদেরই 'বটুলিনাম টক্সিন' (Botulinum Toxin) সংক্ষেপে 'বিটিএক্স' (BTX) ইনজেকশন দিয়ে শুশ্রূষা করা হয়।
নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করলে রোগাক্রান্ত পেশী ওষুধের গুণে অসাড় (Paralyzed) হয়ে যায় ফলে চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। দৃঢ় বা শক্ত পেশীর উপর এই ওষুধ প্রয়োগ করলে ওষুধের গুণে পেশীর যন্ত্রণা অনুভূত হয় না, ফলতঃ রোগী আরাম পায়।
👉 কদিন প্রস্রাবের মধ্যে রক্ত আসে।
👉 পুরুষরা ক্ষেত্রে এই ইনজেকশন দেওয়ার পর অনেক সময় প্রস্রাবের চাপ বা লিঙ্গ উত্থানের ক্ষমতা কমে যায়।
👉 ১৫ থেকে ২০ শতাংশ রোগীর ক্ষেত্রে বীর্য নিক্ষেপ জনিত সমস্যাও দেখা দেয়।
দীর্ঘদিনের মাইগ্রেন সমস্যা (Chronic Migraine) সহ একাধিক রোগে এখন 'বটুলিনাম টক্সিন' ইনজেকশন প্রয়োগ করা হচ্ছে।
হাসপাতালের তরফ থেকে দাবি করা হচ্ছে, "পূর্ব ভারতে এই প্রথম এভাবে চিকিৎসা করা হল।"
প্রস্রাব সম্পর্কিত বাধক ব্যথা, প্রস্রাবের বেগ ধারণে অক্ষমতা, মূত্রথলি থেকে পুরো প্রস্রাব একবারে বাহির না হওয়া, বারবার প্রস্রাব করার প্রবনতা প্রভৃতি লক্ষণযুক্ত রোগীদের মধ্যে যারা শল্যচিকিৎসার উপযুক্ত নয় অথচ সাধারণ খাবার ওষুধে কাজ হচ্ছে না, একমাত্র তাঁদেরই 'বটুলিনাম টক্সিন' (Botulinum Toxin) সংক্ষেপে 'বিটিএক্স' (BTX) ইনজেকশন দিয়ে শুশ্রূষা করা হয়।
বটুলিনাম টক্সিন কি :-
মানুষের পেশীকে অসাড় (Paralyzed) করে দেওয়ার এক ধরণের বিশেষ ওষুধ।কী দিয়ে তৈরি হয় বটুলিনাম টক্সিন :-
এক ধরণের ছত্রাক (Fungus) থেকে তৈরি হয় 'বটুলিনাম টক্সিন' (Botulinum Toxin)।কীভাবে কাজ করে :-
'বটুলিনাম টক্সিন' রোগাক্রান্ত পেশীতেনির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করলে রোগাক্রান্ত পেশী ওষুধের গুণে অসাড় (Paralyzed) হয়ে যায় ফলে চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। দৃঢ় বা শক্ত পেশীর উপর এই ওষুধ প্রয়োগ করলে ওষুধের গুণে পেশীর যন্ত্রণা অনুভূত হয় না, ফলতঃ রোগী আরাম পায়।
ওষুধের মেয়াদ :-
উপযুক্ত চিকিৎসকের মাধ্যমে নির্দিষ্ট মাত্রায় ওষুধ প্রয়োগ হলে রোগী সর্বনিম্ন ৩ মাস থেকে সর্বাধিক ৬ মাস পর্যন্ত সুস্থ থাকতে পারে।কীভাবে ওষুধ প্রয়োগ করা হয় :-
চিকিৎসক যে রোগী বা রোগিনীকে 'বটুলিনাম টক্সিন' ইনজেকশন দেবেন, তাঁকে প্রথমে স্থানিক চেতনানাশক ওষুধ (Local Anaesthesia)-এর মাধ্যমে চেতনানাশ করবেন। তারপর মূত্রাশয় পরীক্ষা করার জন্য রোগী বা রোগিনীর মূত্রনালীতে প্রথমে জেল লাগাবেন। জেল লাগাবার পরে সিস্টোস্কোপ (Cystoscope) নামক সরু টেলিস্কোপ দিয়ে মূত্রাশয়ের ভেতরের অবস্থা দেখে প্রয়োজনীয় অংশে ইনজেকশন প্রয়োগ করবেন।বটুলিনাম টক্সিন ইনজেকশন নেওয়ার পরবর্তী সমস্যা :-
👉 ইনজেকশন দেওয়ার পর প্রস্রাব করতে গেলে জ্বালা বা হুল ফোটানোর মতো অস্বস্তি অনুভব হয়।👉 কদিন প্রস্রাবের মধ্যে রক্ত আসে।
👉 পুরুষরা ক্ষেত্রে এই ইনজেকশন দেওয়ার পর অনেক সময় প্রস্রাবের চাপ বা লিঙ্গ উত্থানের ক্ষমতা কমে যায়।
👉 ১৫ থেকে ২০ শতাংশ রোগীর ক্ষেত্রে বীর্য নিক্ষেপ জনিত সমস্যাও দেখা দেয়।
শল্যচিকিৎসার পথে অন্তরায় :-
ব্যায়বহুলতা এই চিকিৎসার প্রধান অন্তরায়।মূত্রাশয় ছাড়া আর কোথায় এই ওষুধ প্রয়োগ হতে পারে :-
পেশীর খিঁচুনী (Muscle Spasms & Dystonia), মুখের স্নায়ুর অকর্মণ্যতা (Facial Nerve disorder), গ্রীবার দৃঢ়তা [Cervical Dystonia (Neck muscles Construction)], অনিচ্ছাকৃত চোখের পাতা ও পাশের পেশীর কম্পন (Blepharospasm), অতিরিক্ত স্বেদমোচন বা ঘাম (Excessive Sweating),দীর্ঘদিনের মাইগ্রেন সমস্যা (Chronic Migraine) সহ একাধিক রোগে এখন 'বটুলিনাম টক্সিন' ইনজেকশন প্রয়োগ করা হচ্ছে।
Comments
Post a Comment