হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৯ ডিসেম্বর '২৪):- 'দূরে কোথাও পত্রিকা' ও পাবলিকেশন-এর বিজয়া সম্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকে আজ সম্মানিত হলেন কোলকাতার বিশিষ্ট আলোকচিত্রী ও জনসংযোগ সংস্থার কর্ণধার মৃত্যুঞ্জয় রায়। তাঁর হাতে গাছের সজীব চারা তুলে দিয়ে তাঁকে সম্মানিত করেন 'দূরে কোথাও পত্রিকা'-র সম্পাদক অরিন্দম ভট্টাচার্য।'কসবা নরেন্দ্রনাথ সেবাশ্রম'-এর অর্থ সংগ্রহকারী প্রয়াস এই 'দূরে কোথাও'।
রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও শ্রুতিনাটক-এর মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লেকটাউনে আয়োজিত আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে ২০২৪ সাল আয়োজিত 'পুজো পরিক্রমা'-র বিভিন্ন বিভাগের স্থানাধিকারী এবং পত্রিকার বর্তমান সংখ্যার লেখক, লেখিকা, আলোকচিত্রী সহ অতিথিবৃন্দকে পুরস্কৃত এবং সম্মানিত করা হয়।
Comments
Post a Comment