হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৫ ডিসেম্বর '২৪):- "দেশের ৭৮ তম স্বাধীনতা দিবসের পরে আজও দেশের নানা প্রান্তে মহিলারা গৃহ হিংসার শিকার," বলে নিজের মতামত প্রকাশ করেন 'জোটা হেলথকেয়ার লিমিটেড'-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডাঃ সুজিত পাল (Dr. Sujit Paul, Group CEO, Zota Healthcare Limited)।
ডাঃ পাল আরো বলেছেন, "এখনো মহিলারা ঘরের ভেতর শারীরিক ও মানসিক ভাবে লাঞ্ছিত হচ্ছেন। অনেক সময় ৫ টাকা চাইলেও মহিলাদের শারীরিক ভাবে নিগৃহীত হতে হচ্ছে। তাঁদের ইচ্ছার কদর করা হচ্ছে না। আজকের দিনে এই ঘটনা একেবারেই কাঙ্ক্ষিত নয়। আমাদের সবারই এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে একযোগে লড়াই করা উচিত।"
Comments
Post a Comment