নাইট্রোজেন ভিত্তিক সার উৎপাদনের জন্য সেরা উৎপাদকের স্বীকৃতি পেল ম্যাটিক্স ফার্টিলাইজারস অ্যাণ্ড কেমিক্যালস লিমিটেড


এম রাজশেখর

নয়াদিল্লী (৪ ডিসেম্বর '২৪):- নাইট্রোজেন ভিত্তিক অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদনের স্বীকৃতি স্বরূপ ২০২৩-'২৪ সালের জন্য 'ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব ইণ্ডিয়া' (Fertilizer Association of India)-র পক্ষ থেকে সেরা সার উৎপাদক সংস্থা [Best Production Performance of an Operating Fetilizer Unit for Nitrogen (Amonia & Urea) for 2023-'24]-র শিরোপা পেল 'ম্যাটিক্স ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড' (Matix Fertilizers & Chemicals Limited)।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত 'ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব ইণ্ডিয়া'-র বাৎসরিক অনুষ্ঠানের মঞ্চ থেকে 'ম্যাটিক্স ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড'-এর সিওও গিরিধর মিশ্র (Giridhar Mishra, Chief Operating Officer, Matix Fertilizers & Chemicals Limited)-এর হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন ভারত সরকারের রসায়ন ও সার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল (Anupriya Patel, Minister of State, Department of Chemical & Fertilizer and Health & Family Welfare, Government of India)।

Comments