কাশ্মীর ও মহারাষ্ট্রের শিল্পীদের মানোন্নয়ন ও অর্থনৈতিক শ্রীবৃদ্ধির লক্ষ্যে মউ স্বাক্ষর করল জিনিয়াস ফাউণ্ডেশন ও অ্যাসেনসিভ এডুস্কিল ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১০ ডিসেম্বর ২৪):- কাশ্মীর ও মহারাষ্ট্রের শিল্পীদের উন্নয়ন ও অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য আজ কোলকাতায় মউ চুক্তি স্বাক্ষর করল 'জিনিয়াস ফাউণ্ডেশন' ও 'অ্যাসেনসিভ এডু স্কিল ফাউণ্ডেশন'।

আশা করা হচ্ছে, এই চুক্তির পরবর্তীত কার্যকলাপের ফলে শিল্পীদের মানোন্নয়নের সাথে সাথে মধ্যস্থ কারবারীদের কব্জা থেকে বেরিয়ে আসতে পারবে দুই রাজ্যের শিল্পী সমাজ।

'অ্যাসেনসিভ এডুস্কিল ফাউণ্ডেশন' (Ascensive Edu Skill Foundation)-এর ব্যবস্থাপনায় 'জিনিয়াস ফাউণ্ডেশন' (Genius Foundation)-এর বাণিজ্যিক সংস্থার সামাজিক দায়িত্ব (Corporate Social Responsibility)পালনের লক্ষ্যে আজ নিউটাউনের 'বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার' (Biswa Bangla Convention Center)-এ হয়ে গেল কাশ্মীরী এমব্রয়ডারি শিল্পী ও মহারাষ্ট্রীয় বানজারা শিল্পীদের দক্ষতা ও উদ্যোক্তা বিকাশ এবং বাজার সংযোগ কার্যক্রম (Skill & Entrepreneurship Development & Market Linkage Programme of Kashmiri Embroidery Artisans & Maharastrian Banjara Artisans)-এর উদ্বোধন।

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন 'জিনিয়াস কনসালট্যান্ট লিমিটেড'-এর অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক আর পি যাদব, নির্দেশক রশ্মি যাদব, 'অ্যাসেনসিভ এডু স্কিল ফাউণ্ডেশন'-এর অধ্যক্ষ অভিজিৎ চ্যাটার্জি এবং ব্যাবস্থাপক নির্দেশক সায়নী চ্যাটার্জি সহ সংস্থার একাধিক পদস্থ আধিকারিক।

নিজের বক্তব্যে 'জিনিয়াস কনসালট্যান্ট লিমিটেড'-এর অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক আর পি যাদব জানান, "কাশ্মীরী এমব্রয়ডারি শিল্পী ও মহারাষ্ট্রের বানজারা শিল্পীদের দক্ষতা, উদ্যোক্তা ও তাঁদের পসরার বাজারজাত করণের লক্ষ্যেই এই শিক্ষা মূলক অনুষ্ঠান।"


অনুষ্ঠানে কাশ্মীরের বারামুলা ও পুলোয়ামা জেলা থেকে অনলাইনের মাধ্যমে কাশ্মীরী এমব্রয়ডারি শিল্পীরা জানান, "মধ্যসত্তাভোগী কারবারীদের কারণে এই মুহূর্তে লাভের বেশিরভাগ অংশ শিল্পী হাতে পান না। বর্তমানের তীব্র প্রতিযোগিতা পূর্ণ জীবনে একমাত্র উচিত শিক্ষাই কোনো শিল্পীকে পণ্য বাজারজাত করতে সহায়তা করতে পারে।"

পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'অ্যাসেনসিভ এডু স্কিল ফাউণ্ডেশন'-এর অধ্যক্ষ অভিজিৎ চ্যাটার্জি বলেছেন,"কার্যক্রম স্বার্থকভাবে সফল হওয়ার পর শিল্পীরা আরো বেশি লাভবান হতে পারবেন।"

Comments