হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২৫ ডিসেম্বর '২৪):- ইংরেজি বছরের শেষ সপ্তাহে বড়দিনের স্মরণীয় মূহুর্তে কোলকাতার বুকে ষষ্ঠ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী (6th International Photography Exhibition)-র আয়োজন করল 'ফটোফুনিয়া' (Fotofunia)।প্রদর্শনী সম্পর্কে সংস্থার বক্তব্য জানাতে গিয়ে ফটোফুনিয়া-র দুই শীর্ষ ব্যক্তিত্ব সুব্রত রায়চৌধুরী ও জয়ন্তী সরকার বলেছেন, "আজ থেকে শুরু হল 'ফোটোফুনিয়া'-র দু'দিনের আলোকচিত্র প্রদর্শনী। আগ্রহী দর্শনার্থীরা আজ এবং আগামী কাল কোলকাতার 'ইণ্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশন' সংক্ষেপে 'আই সি সি আর'-এর বেঙ্গল গ্যালারি-তে অপরাহ্ণ ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পারবেন। প্রদর্শনীতে প্রকৃতি, বন্য জীবন, পাখি, ধর্ম ও নারী-র মতো বিভিন্ন বিভাগে শতাধিক আলোকচিত্রীর তোলা তিন শতাধিকের বেশি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।"
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা কোলকাতার বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদার, 'লাইট রিডিং ফটোগ্রাফি'-র প্রতিষ্ঠাতা তথা বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনীর বিচারক সন্তু অধিকারী, অভিনেতা ঋদ্ধি সেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
প্রদর্শনীতে সাদা কালো মাধ্যমে জ্যোতিপ্রকাশ সাহানী-র তোলা ছবিগুলো দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
Comments
Post a Comment