হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২৩ ডিসেম্বর '২৪):- গত সপ্তাহের শেষ লগ্নে দু'দিন ধরে রাজধানীর বাসিন্দারা গঙ্গা বক্ষে একসাথে নানান ধরণের জলযান দেখার বিরল সৌভাগ্য অর্জন করলেন।'সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট' (Sea Explorers' Institute)-এর উদ্যোগে ও পরিচালনায় গত শুক্র ও শনিবার কলকাতায় হয়ে গেল 'আনন্দ' (Ananda) নামাঙ্কিত এক নৌকা প্রদর্শনী (Boat Show)।
বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রী, যুবসমাজ তথা শহরবাসীর সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল বলে আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের উদ্দেশ্যে জারি করা এক ছাপানো বিবৃতিতে 'সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট'-এর মহাসচিব ডঃ সুদেষ্ণা চ্যাটার্জি (Dr. Sudeshna Chatterjee, Secretary General, Sea Explorers' Institute) জানিয়েছেন, 'আমাদের নদী সমূহ এবং রকমারি জলযানের পুনরাবিষ্কারের লক্ষ্যে এই প্রদর্শনীতে বাইচ, তালাই, ডিঙি, খিলি, ছিপ, গোল, জেট স্কি, হোয়েলার্স, জেমিনি, স্পিডবোট, বার্জ, সার্ভে ভেসল, ভারতীয় নৌবাহিনীর অ্যাম্ফিবিয়াস ড্রেডজার-এর পাশাপাশি গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ার্স, ভারতীয় স্থলসেনা, ইনল্যাণ্ড ওয়াটারওয়েজ অ্যাসোসিয়েশন অব ইণ্ডিয়া, রিভার ট্রাফিক পুলিশ মিলিয়ে ৩০ টা জলযান অংশগ্রহণ করেছিল।'
বলে রাখা ভালো, নদী-সাগর ও মহাসাগরের উপর ৪০ বছর ধরে কাজ করে চলা 'সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট' বর্তমানে নদীপথ, সাগরে ঝুঁকিপূর্ণ অভিযান, অন্বেষণ ও প্রশিক্ষণের কাজে যুক্ত রয়েছে।
ছবি সৌজন্যে :- সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট
বলে রাখা ভালো, নদী-সাগর ও মহাসাগরের উপর ৪০ বছর ধরে কাজ করে চলা 'সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট' বর্তমানে নদীপথ, সাগরে ঝুঁকিপূর্ণ অভিযান, অন্বেষণ ও প্রশিক্ষণের কাজে যুক্ত রয়েছে।
ছবি সৌজন্যে :- সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট
Comments
Post a Comment