দেশের প্রাকৃতিক সম্পদ বিকাশে আদিবাসী, তপশিল এবং প্রাক্তন সৈনিকদের ভূমিকা আমাদের গর্বিত করে : রামনাথ কোবিদ


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৭ ডিসেম্বর '২৪):- "দেশের প্রাকৃতিক সম্পদ বিকাশে আদিবাসী, তপশিল এবং প্রাক্তন সৈনিকদের ভূমিকা আমাদের গর্বিত করে," বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিদ (Ramnath Kovind, Former President, Government of India)।

'তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র' আয়োজিত 'আদিবাসী উত্থান ও পুরস্কার বিতরণী উৎসব ২০২৪' এবং 'বিকশিত ভারতের লক্ষ্যে প্রাকৃতিক কৃষির উদ্দেশ্যে গ্রামীণ কৃষকদের সশক্তিকরণ'-এর লক্ষ্যে কোলকাতায় আয়োজিত এক আলোচনা সভায় অংশগ্রহণ করতে এসে নিজের বক্তব্যে প্রাক্তন রাষ্ট্রপতি আজ একথা বলেন।


প্রাক্তন রাষ্ট্রপতি আরো বলেন, "ভারতের অর্থনীতি তথা বর্ণময় সংস্কৃতির মূল আধার তথা চালিকাশক্তি হল এই আদিবাসী সমাজ। আদিবাসী সমাজের উন্নয়নের লক্ষ্যে আমাদের আরো নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সামনে নিজের ও সংস্থার বক্তব্য উপস্থাপন করতে গিয়ে 'তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র'-র সম্পাদক সোমেন কোলে (Somen Koley, Secretary, TJAPSKBSK) বলেছেন, "৩৫ বছর আগে যে সংস্থা পথচলা শুরু করেছিল, আজ তার ছত্রছায়ায় অগ্রগতির লক্ষ্যে এগিয়ে চলেছে ১০ হাজার মানুষ। আগামী দিনে এই নরনারীই দেশের কোণায় কোণায় নতুন সবুজ বিপ্লবের বার্তা ছড়িয়ে দেবে।"
                                         ছবি : দেবব্রত রায়চৌধুরী 

Comments