হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৫ ডিসেম্বর '২৪):- "রাজ্যের বিভিন্ন প্রান্তের অচেনা অজানা বা স্বল্প পরিচিত শিল্পীদের শিল্পসত্তা মেলে ধরার সুযোগ করে দিচ্ছে 'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট,' " বলে জানিয়েছেন কোলকাতার অন্যতম বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদার (Anupam Halder, Photographer)।
গতকাল সন্ধ্যায় কোলকাতা আইসিসিআর-এ 'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট' আয়োজিত প্রথম 'রেড ওয়াইন বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪' নামাঙ্কিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত থেকে এই কথা বলেছেন শ্রী হালদার।
অনুষ্ঠান শেষে 'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট'-এর কর্ণধার অভিজিৎ গুপ্ত জানিয়েছেন, "বিভিন্ন ক্ষেত্রের যশস্বী ব্যক্তিদের উপস্থিতিতে মডেল, সুপার মডেল, গ্ৰুমার, ফ্যাশন আইকন সহ অন্যান্য বিভাগের সেরা ব্যক্তিত্বদের 'রেড ওয়াইন বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪' নামাঙ্কিত পুরস্কার দেওয়া হয়েছে।"
গতকাল সন্ধ্যায় কোলকাতা আইসিসিআর-এ 'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট' আয়োজিত প্রথম 'রেড ওয়াইন বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪' নামাঙ্কিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত থেকে এই কথা বলেছেন শ্রী হালদার।
অনুষ্ঠান শেষে 'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট'-এর কর্ণধার অভিজিৎ গুপ্ত জানিয়েছেন, "বিভিন্ন ক্ষেত্রের যশস্বী ব্যক্তিদের উপস্থিতিতে মডেল, সুপার মডেল, গ্ৰুমার, ফ্যাশন আইকন সহ অন্যান্য বিভাগের সেরা ব্যক্তিত্বদের 'রেড ওয়াইন বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪' নামাঙ্কিত পুরস্কার দেওয়া হয়েছে।"
ছবি : মৃত্যুঞ্জয় রায়
Comments
Post a Comment