পূর্ব বর্ধমান জেলা রত্ন সম্মানে সম্মানিত হলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৪ ডিসেম্বর '২৪):- আজ কোলকাতার 'বিধান শিশু উদ্যান'- আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে 'পূর্ব বর্ধমান জেলা রত্ন' সম্মানে সম্মানিত হলেন 'ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনাল'-এর অধ্যক্ষ তথা বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত
'বর্ধমান সহযোদ্ধা'-র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিচারপতি সামন্ত-র হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।


পূর্ব বর্ধমান জেলার 'কুমুদ সাহিত্য মেলা কমিটি'-র পরিচালনায় আয়োজিত আজকের এই অনুষ্ঠানে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক-এর ৫৪ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে প্রয়াত কবির পুত্র জ্যোৎস্না মল্লিক ও পৌত্র সুধেন্দ্রনাথ মল্লিক সহ কবি পরিবারের অন্যান্য সদস্য ও স্তাবকদের উপস্থিতিতে 'পল্লিকবি ও আদালত' নামাঙ্কিত এক স্মরণিকাও প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ সচিব দিলীপ কুমার বিশ্বাস সহ অন্যান্য বিদগ্ধ জন।
'কুমুদ সাহিত্য মেলা কমিটি'-র পক্ষে মোল্লা জসিমউদ্দিন জানিয়েছেন, "পল্লিকবির ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণিকা প্রকাশের মাধ্যমে আমরা কবির প্রতি শ্রদ্ধার্পণ করলাম।"
   (ছবি : কুমুদ সাহিত্য ও মেলা কমিটি-র সৌজন্যে প্রাপ্ত)

Comments