হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১২ ডিসেম্বর '২৪):- কোলকাতার অন্যতম প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখার্জির হাত ধরে প্রযোজক রূপে চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছে 'আদানী উইলমার লিমিটেড' (Adani Wilmar Limited) নিয়ন্ত্রিত 'ফরচুন ফুডস' (Fortune Foods)।'ফরচুন ফুডস'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "সংস্থার রজতজয়ন্তী বর্ষ (Silver Jubilee Year)-কে স্মৃতির মণিকোঠায় স্মরণীয় করে রাখতে 'আদানী উইলমার লিমিটেড'-এর ছত্রছায়ায় চলা 'ফরচুন ফুডস' অংশীদারিত্বের কারণে আগামী ৫ বছরে 'উইণ্ডোজ প্রোডাকশন' (Windows Production)-কে চলচ্চিত্র নির্মাণের জন্য ৩ কোটিরও বেশি টাকা প্রদান করবে।"
তথ্যের সত্যতা স্বীকার করে 'আদানী উইলমার লিমিটেড'-এর মিডিয়া ও ডিজিটাল মার্কেটিং বিভাগের প্রধান জিগনেশ শাহ (Jignesh Shah, Head, Department of Media & Digital Marketing, Adani Wilmar Limited) বলেছেন, "এই পদক্ষেপ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির প্রতি আমাদের এক নীরব শ্রদ্ধাঞ্জলি।"
অপরদিকে উইণ্ডোজ প্রোডাকশনের পক্ষ থেকে শিবপ্রসাদ মুখার্জি (Shibprasad Mukherjee, Owner, Windows Production) জানিয়েছেন, "আদানী উইলমার লিমিটেড নিয়ন্ত্রিত ফরচুন ফুডস-এর আর্থিক সহায়তায় ভবিষ্যতে আমরা এমন কিছু সৃষ্টি করতে চাই যা বাংলার চলচ্চিত্রমোদী জনগণ দীর্ঘদিন মনে রাখবে।"
অপরদিকে উইণ্ডোজ প্রোডাকশনের পক্ষ থেকে শিবপ্রসাদ মুখার্জি (Shibprasad Mukherjee, Owner, Windows Production) জানিয়েছেন, "আদানী উইলমার লিমিটেড নিয়ন্ত্রিত ফরচুন ফুডস-এর আর্থিক সহায়তায় ভবিষ্যতে আমরা এমন কিছু সৃষ্টি করতে চাই যা বাংলার চলচ্চিত্রমোদী জনগণ দীর্ঘদিন মনে রাখবে।"
Comments
Post a Comment