প্রযোজনা জগতে পদার্পণ করতে চলেছে ফরচুন ফুডস


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১২ ডিসেম্বর '২৪):- কোলকাতার অন্যতম প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখার্জির হাত ধরে প্রযোজক রূপে চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছে 'আদানী উইলমার লিমিটেড' (Adani Wilmar Limited) নিয়ন্ত্রিত 'ফরচুন ফুডস' (Fortune Foods)।

'ফরচুন ফুডস'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "সংস্থার  রজতজয়ন্তী বর্ষ (Silver Jubilee Year)-কে স্মৃতির মণিকোঠায় স্মরণীয় করে রাখতে 'আদানী উইলমার লিমিটেড'-এর ছত্রছায়ায় চলা 'ফরচুন ফুডস' অংশীদারিত্বের কারণে আগামী ৫ বছরে 'উইণ্ডোজ প্রোডাকশন' (Windows Production)-কে চলচ্চিত্র নির্মাণের জন্য ৩ কোটিরও বেশি টাকা প্রদান করবে।"
তথ্যের সত্যতা স্বীকার করে 'আদানী উইলমার লিমিটেড'-এর মিডিয়া ও ডিজিটাল মার্কেটিং বিভাগের প্রধান জিগনেশ শাহ (Jignesh Shah, Head, Department of Media & Digital Marketing, Adani Wilmar Limited) বলেছেন, "এই পদক্ষেপ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির প্রতি আমাদের এক নীরব শ্রদ্ধাঞ্জলি।"

অপরদিকে উইণ্ডোজ প্রোডাকশনের পক্ষ থেকে শিবপ্রসাদ মুখার্জি (Shibprasad Mukherjee, Owner, Windows Production) জানিয়েছেন, "আদানী উইলমার লিমিটেড নিয়ন্ত্রিত ফরচুন ফুডস-এর আর্থিক সহায়তায় ভবিষ্যতে আমরা এমন কিছু সৃষ্টি করতে চাই যা বাংলার চলচ্চিত্রমোদী জনগণ দীর্ঘদিন মনে রাখবে।"




Comments