স্ট্রোক হলে কালবিলম্ব না করে রোগীকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত : ডাঃ এস কার্ত্তিকেয়ন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১ ডিসেম্বর '২৪):- "স্ট্রোক হলে কালবিলম্ব না করে রোগীকে তৎক্ষনাৎ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত," বলে জানিয়েছেন অ্যাপোলো হসপিটালস চেন্নাই-এর ইন্টারভেনশনাল নিউরো মেডিসিন ও মৃগীর বিশেষজ্ঞ পরামর্শদাতা ডাঃ এস কার্ত্তিকেয়ন (Dr. S. Karthikeyan, Consultant, Interventional Neuro Medicine & Epilepsy, Apollo Hospitals Chennai)।

ডাঃ এস কার্ত্তিকেয়ন আজ হাওড়ার সলপ বাজারে অ্যাপোলো হসপিটালস চেন্নাই-এর এক সূচনা কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, "এই মুহূর্তে ভারতে দ্বিতীয় ঘাতক রোগ হিসেবে নিজের পদচিহ্ণ সুনিশ্চিত করেছে ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক হলে কোনোরকম কালবিলম্ব না করে অবিলম্বে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে রোগীকে নিয়ে পৌঁছনো প্রয়োজন।

এই ঘাতক রোগ থেকে বাঁচতে হলে প্রত্যেকের জীবন শৈলীতে পরিবর্তন আনা প্রয়োজন।
কার্বোহাইড্রেট (চিনি), তেল, সিগারেট, মদ জাতীয় খাবার কমিয়ে প্রত্যেকেরই অল্প বিস্তর কায়িক পরিশ্রম করার সাথে পর্যাপ্ত ঘুম প্রয়োজন।"

বলে রাখা ভালো, 'সলপ মাল্টিস্পেশালিটি পলিক্লিনিক'(Salap Multispeciality Polyclinic) নামে হাওড়া জেলার আমতা রোডের সলপ বাজারে ইলেকট্রিক অফিস বিল্ডিং-এর উপর খুলেছে 'অ্যাপোলো হসপিটালস (চেন্নাই)'-এর তথ্যকেন্দ্র ও সাধারণ চিকিৎসা কেন্দ্র (Information & Diagnostic Center)।

'অ্যাপোলো হসপিটালস (চেন্নাই)'-এর পূর্বাঞ্চলের উপ মহা প্রবন্ধক ডাঃ নারায়ণ মিত্র (Dr. Narayan Mitra, Dy.G.M., Eastern Region, Apollo Hospitals Chennai) আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "গত ৬ মাস ধরে 'অ্যাপোলো হসপিটালস চেন্নাই'-এর তথ্য কেন্দ্র রূপে কাজ করছে 'সলপ মাল্টিস্পেশালিটি পলিক্লিনিক। সপ্তাহের শনি ও রবিবার সকাল ৯ টা থেকে রোগীদের চাপ অনুযায়ী এখানে চিকিৎসকগণ উপস্থিত থেকে রোগীদের বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করছেন। ইতিমধ্যে বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ এই পলিক্লিনিকে এসে রোগীদের সাথে প্রাথমিক সাক্ষাৎকার করে গেছেন।"

Comments