হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২২ নভেম্বর '২৪):- টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সঞ্জীব সরকার এবং প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেন-এর উপস্থিতিতে আজ সন্ধ্যায় কোলকাতার ধর্মতলা চত্বরে অবস্থিত এক প্রেক্ষাগৃহে হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র রাজনৈতিক জীবনের আদলে নির্মিত বাংলা কাহিনীচিত্র 'সুকন্যা' (Bengali Feature Film Sukanya) প্রিমিয়ার শো।'কে পি মুভিজ' প্রযোজিত ও সমীর মণ্ডল নিবেদিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের এই কাহিনীচিত্রে মুখ্যমন্ত্রী-র ভূমিকায় অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
কনীনিকার পাশাপাশি রাজ্যের এক মন্ত্রীর ভূমিকায় পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশকের চরিত্রে অভিনয় করেছেন কোলকাতার অন্যতম চিকিৎসক তথা প্রাক্তন সাংসদ ডাঃ শান্তনু সেন।
প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগ সহ একাধিক প্রবীণ ও নবীন অভিনেতা ও অভিনেত্রীর অভিনয় সমৃদ্ধ 'সুকন্যা' আজ রাজ্যের মোট ২৬ টা হলে আজ মুক্তি পেয়েছে।"
কাহিনীচিত্রের প্রযোজক সমীর মণ্ডল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র রাজনৈতিক জীবনের ছায়া অবলম্বনে নির্মিত এই কাহিনীচিত্র মূলতঃ এক সাধারণ মেয়ের 'কন্যাশ্রী'- সুবিধা নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা।"
"নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়েছে এই কাহিনীচিত্রে," বলে জানিয়েছেন এই চলচ্চিত্রের পরিচালক উজ্জ্বল মিত্র।
Comments
Post a Comment