কার-টি সেল থেরাপির মাধ্যমে লিম্ফ নোড ক্যানসারের উপর অভূতপূর্ব সাফল্য পেল মেদান্তা


এম রাজশেখর

গুরুগ্রাম (৩০ নভেম্বর '২৪):- 'কার-টি সেল থেরাপি' (CAR-T Cell Therapy)-র মাধ্যমে এক রোগীর চতুর্থ পর্যায়ে থাকা লিম্ফ নোড ক্যানসার (Lymph-node Cancer)-এর উপর অভূতপূর্ব সাফল্য পেল মেদান্তা সুপারস্পেশিয়ালিটি হসপিটাল গুরুগ্রাম (Medanta Superspeciality Hospital, Gurugram)।

হসপিটালু সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন যাবত 'নন জিসিবি ডিএলবিসিএল' (non GCB DLBCL) প্রকারের 'নন হাডকিংস লিম্ফোমা' (Non Hodgkin's Lymphoma) ক্যানসারে ভুগছিলেন সুন্দরলাল গোয়ালা (৫৬)। 

এই বছর শ্রী গোয়ালা গুরুগ্রামে অবস্থিত হাসপাতালের 'বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট' (Bone Marrow Transplant Institute)-এর সাথে যোগাযোগ করেন।রোগীকে দেখার পর সংস্থার মেডিক্যাল ওঙ্কোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বিভাগের বরিষ্ঠ নির্দেশক ডাঃ নীতিন সুদ সহ ডাঃ মণীষা জৈন, ডাঃ ভারত ও ডাঃ তেজস্বিনী বৈদ ওঁনাকে কার-টি সেল থেরাপি-র মাধ্যমে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন।

'কার-টি সেল থেরাপি' মূলতঃ এক ধরণের অত্যাধুনিক ইমিউনোথেরাপি (advanced Immunotherapy) যার মাধ্যমে রোগীর নিজস্ব টি-সেলগুলো উন্নত করা হয়, যাতে ওগুলো ক্যানসার আক্রান্ত কোষগুলোর উপর প্রভাব বিস্তার করতে পারে।

কার-টি সেল ইন্ফুসন করার আগে রোগীর পেরিকার্ডিয়াল টিউবারকুলোসিস ধরা পড়ে, যার ফলে তাঁর যকৃত আক্রান্ত হয়। তখন হাসপাতাল বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী যকৃতের বিষক্রিয়া প্রশমন করার জন্য তাঁর উপর যক্ষা নিরোধক চিকিৎসা করতে হয়।
এভাবে দেড় মাস চিকিৎসার পর রোগীকে 'কার-টি সেল ইন্ফুসন' করা হয়। রোগীর সাইটোকাইনিন রিলিজ সিনড্রোম (CRS) এবং স্নায়বিক প্রদূষণ (Neurotoxicity)-এর মতো বড়ো ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া-র সম্ভাবনা থাকার পরেও এই প্রক্রিয়া সফলতা পায়।

এক মাস পরে শ্রী গোয়ালার ফলো আপ করার সময় ওঁনার পীইটি স্ক্যান করে বোঝা যায় ওঁনার শরীরে রোগের আর কোনো চিহ্ণ নেই।

হসপিটালের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ধরণের চিকিৎসার ক্ষেত্রে দেশে মাইলফলক স্থাপন করল মেদান্তা।

Comments