হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৪ নভেম্বর '২৪):- শেষ হল 'গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি'-র ২ দিনের আলোকচিত্র প্রদর্শনী।গতকাল থেকে পাইকপাড়ার 'রূপকথা'জ স্ন্যাপস্কেপ'-এ চলছিল সংস্থার 'দুর্গা দুর্গা' নামাঙ্কিত তৃতীয় আলোকচিত্র প্রদর্শনী।
সংস্থার দুই প্রতিষ্ঠাতা অভিজিৎ দত্ত ও পূজা গুহ একযোগে জানিয়েছেন, "সখের ও পেশাদার মিলিয়ে মোট ৩০ জন আলোকচিত্রীর ৫০ টা আলোকচিত্র দিয়ে সাজানো ছিল এই প্রদর্শনী।"
প্রদর্শনী স্থল ঘুরে গেছেন শান্তনু দে ও পার্থ মুখার্জি।
Comments
Post a Comment