ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করল পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্য কর বিভাগের তফশিলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতি


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৯ নভেম্বর '২৪):- আজ সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্য কর বিভাগ (Dept. of Commercial Tax, Government of West Bengal)'-এর 'পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতি' (West Bengal S.C. & S.T. Employee's Association) আয়োজিত 'আনন্দ সন্ধ্যা' নামাঙ্কিত 'ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান' সম্পন্ন হল কোলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্য কর বিভাগের বিভাগীয় কমিশনার দেবীপ্রসাদ কারানাম (Deviprasad Karanam, IAS, Commissioner, Commercial Taxes & SGST), বিভাগের বিশেষ কমিশনার রঞ্জন পাণ্ডা (Ranjan Panda, Special Commissioner Revenue Admn.), অর্থ বিভাগের অন্যতম সচিব মলয় ঘোষ (Malay Ghosh, Secretary, OSD & EO, Dept.of Finance) বিশিষ্ট কবি সৈয়দ হাসমত জালাল, সমিতির বর্তমান সভাপতি অরুণকুমার মণ্ডল, প্রাক্তন সভাপতি বাসুদেব বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গ।


'আনন্দ সন্ধ্যা' নামাঙ্কিত এই বর্ণময় অনুষ্ঠানে বিভাগীয় কর্মী মন্দ্রিতা লাহিড়ী-র উদ্বোধনী সঙ্গীতের পরই কবি সৈয়দ হাসমত জালাল-এর হাত দিয়ে উন্মোচিত হয় সংগঠনের ১৪৩১ সালের শারদীয় পুস্তক 'নির্ণয়'।
বাঁকুড়ার লোকসঙ্গীত শিল্পী অর্পিতা চক্রবর্তী যেমন তাঁর গানের ডালি নিয়ে অনুষ্ঠানে জনমনোরঞ্জন করেছেন তেমনই 'বাণিজ্য কর' বিভাগের কর্মচারীদের দ্বারা অভিনীত নাটক 'ওপরওয়ালা' দর্শকদের যথেষ্ট পরিমাণে রোমাঞ্চিত করেছে।
                                                   ছবি : সপ্তর্ষি সিংহ

Comments