হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৬ নভেম্বর '২৪):- স্বাস্থ্য সচেতনতা, সুন্দর জীবনশৈলী গঠন ও দূষণমুক্ত পরিবেশের পক্ষে জনমত গড়ার লক্ষ্যে আয়োজিত দ্বিতীয় 'ম্যারাথন রেইজিং দ্য ডাস্ট' (Marathon Raising the Dust Season 2)-এর জন্য গেঞ্জি, পদক (T-shirt & Medal) প্রকাশ করল কোলকাতার 'হিন্দুস্তান ক্লাব লিমিটেড' (Hindustan Club Limited, Kolkata)।"আগামী ৮ ডিসেম্বর রবিবার 'হিন্দুস্তান ক্লাব লিমিটেড'-এর পক্ষ থেকে বয়স ও লিঙ্গভিত্তিক ৩, ৫ এবং ১০ কিলোমিটার দৌড়ের ব্যাবস্থা করা হয়েছে," বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ক্লাবের অধ্যক্ষ ঋষভ সি কোঠারি (Rishav C Kothari, President, Hindustan Club Limited)।
আজ ক্লাব হাউজে আসন্ন ম্যারাথনের নিমিত্ত ক্রীড়া সামগ্রীর আবরণ উন্মোচন করার পর ক্লাবের সম্পাদক চন্দ্রশেখর সারদা (Chandrasekhar Sarda, Secretary, Hindustan Club Limited) এবং ক্রীড়া বিভাগের অধ্যক্ষা স্বাতী ভিমানী (Swati Bhimani, Spots Chairperson, Hindustan Club Limited) একযোগে জানিয়েছেন, "আগামী ৮ ডিসেম্বর সকাল ৬.৩০ মিনিটে মিন্টু পার্ক সংলগ্ন ক্লাব হাউস থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে সকাল ৮.৩০ নাগাদ ক্লাব হাউসেই দৌড় সমাপন হবে। সর্বসাধারণের সুবিধার জন্য ৩ কিলোমিটারের মজার দৌড়ের পাশাপাশি ৫ ও ১০ কিলোমিটারের প্রতিযোগিতা ভিত্তিক দৌড়ের ব্যবস্থা করা হয়েছে।"
ক্লাবের তরফ থেকে আরো জানানো হয়েছে, "প্রত্যেক অংশগ্রহণকারী টি-শার্ট, শংসাপত্রের পাশাপাশি পদকও পাবেন। তবে স্থানাধিকারীগণ এর বাইরে আলাদাভাবে পুরস্কৃত হবেন।"
Comments
Post a Comment