হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৪ নভেম্বর '২৪):- স্বল্প দৈর্ঘ্যে (Short Film)-র নির্বাক (Silent) ছবি 'রেখা : দ্য পাম লাইন' (Rekha : The Palm line)-এর জন্য সেরা পরিচালক (Best Film Director)-এর স্বীকৃতি পেলেন মুর্শিদাবাদের মাহাতাব চৌধুরী (Mahatab Chowdhury)।বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত, জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রযোজক পরিচালক অঞ্জন বোস এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পরিচালক অভিজিৎ ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে চতুর্থ 'গ্লোবাল ইণ্ডিপেণ্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অব ইণ্ডিয়া' (4th Global Independent Film Festival of India)-র প্রদর্শন ও পুরস্কার বিতরণী উৎসব (Screening & Award Ceremony)-এর মঞ্চ থেকে গতকাল সন্ধ্যায় মহাতাবের হাতে 'শ্রেষ্ঠ পরিচালক'-এর স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়।
পুরস্কার প্রদানকারী সংস্থার তথ্য অনুযায়ী "এই বছর দেশ ও বিদেশের প্রায় ২৫০ টা নির্বাচিত তথ্যচিত্র, স্বল্প দৈর্ঘ্যের ছবি, পুর্ণ দৈর্ঘ্যের ছবি নিয়ে হাওড়া-র শরৎ সদনে চলা চলচ্চিত্র উৎসবে স্বল্প দৈর্ঘ্যের ছবি বিভাগের নির্বাক উপবিভাগ থেকে নির্দেশনার গুণে সেরা নির্দেশকের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন মাহাতাব চৌধুরী।"
Comments
Post a Comment