কোলকাতার শতাধিক মহিলা যৌনকর্মীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করল জে আই এম এস হসপিটাল


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৩ নভেম্বর '২৪):- 'বিশ্ব এইডস দিবস' (World Aids Day)-কে স্মরণে রেখে কোলকাতার 'জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যাণ্ড হসপিটাল' সংক্ষেপে 'জে আই এম এস হসপিটাল' (JIMS Hospital) এবং 'ডায়াগনস্টিক পলিক্লিনিক' (Diagnostic Polyclinic)-এর যৌথ উদ্যোগে আজ সকালে কোলকাতার এক যৌনপল্লীর শতাধিক মহিলা যৌনকর্মীর বিনামূল্যে এইডস পরীক্ষার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।

'দুর্বার মহিলা সমন্বয় কমিটি'-র সাধারণ সম্পাদিকা বিশাখা নস্কর (Bishakha Naskar, Secretary, Durbar Mahila Samanwaya Committee)-কে পাশে বসিয়ে নিয়ে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের শুভ সূচনা করেন 'জে আই এম এস হসপিটাল' এবং 'ডায়াগনস্টিক পলিক্লিনিক'-এর অধ্যক্ষ কৃষ্ণকুমার গুপ্ত (Krishnakumar Guta, Chairman, JIMS Hospital & Diagnostics Polyclinic)।


স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত থেকে বিশাখা নস্কর সংবাদমাধ্যমকে জানান, "শুধু একদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলেই হবে না, আমরা যখনই আমাদের সদস্যাদের এখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠাবো, তখনই তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।"

Comments