হলুদ পতাকা নাড়িয়ে দমদম বিমানবন্দর থেকে রাপিডোর ক্যাব পরিষেবার যাত্রা শুরুর সংকেত দিলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৪ নভেম্বর '২৪):- হলুদ পতাকা নাড়িয়ে দমদমের নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhaschandra Bose International Airport, Dumdum) থেকে রাপিডো ক্যাব পরিষেবা (Rapido Cab Service)-এর শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakroborty, MIC, Department of Transport, Government of West Bengal)।


'রাপিডো ক্যাব সার্ভিস'-এর সহ প্রতিষ্ঠাতা পবন গুন্টুপল্লী (Pavan Guntupalli, Co-founder, Rapido Cab Service) জানিয়েছেন, "ভারতের বিমানবন্দর প্রাধিকরণ (Airport Authority of India)-র সাথে অংশীদারিত্বে এই পরিষেবা শুরু হল।


'রাপিডো ক্যাব সার্ভিস'-এর পক্ষ থেকে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, "এখান থেকে ভ্রমণকারীরা কম খরচে ক্যাব পরিষেবা পাবেন। এই পরিষেবা একদিকে যেমন নির্ভরযোগ্য হবে তেমনই থাকবে নিরাপদ।"

Comments