হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৩ নভেম্বর '২৪):- সম্প্রতি 'পারুল বই' থেকে প্রকাশিত হয়েছে বিপ্লবী রাসবিহারী বসুর উপর লেখা গবেষণাধর্মী বই 'অপরাজেয় রাসবিহারী'।বেশিরভাগ লোকের অজানা নানাবিধ তথ্য সম্বলিত এই বই লিখেছেন কোলকাতা থেকে প্রকাশিত এক বাংলা দৈনিক পত্রিকার সম্পাদক শমীকস্বপন ঘোষ।
বই প্রকাশের পর বিভিন্ন আলাপচারিতায় লেখক জানিয়েছেন, "এই বই পড়লে জানা যাবে ভারতবর্ষে থাকার সময় রাসবিহারী বসু কোন কোন জায়গায় ছিলেন, কাদের সাথে মিশেছিলেন, কোন কোন অজানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন এরকম নানান প্রায় অজানা তথ্য। আট বছর ধরে বিভিন্ন স্থান ঘুরে রকমারি তথ্য সংগ্রহ করে লেখা হয়েছে এই বই।"
বোর্ড বাঁধাই এই বইয়ের বিক্রয় মূল্য রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় ১,৭০০ টাকা।
Comments
Post a Comment