আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় নিজের তোলা আলোকচিত্রের প্রদর্শনী করবেন অনুপম হালদার


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১২ নভেম্বর '২৪):-"আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় আমার তোলা আলোকচিত্রের প্রদর্শনী হবে," বলে জানিয়েছেন কোলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার।
'পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২৪' উপলক্ষ্যে কোলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এর সাউথ গ্যালারিতে সজ্জিত নিজের আলোকচিত্রের সামনে দাঁড়িয়ে অনুপম হালদার এই কথা জানিয়েছেন।

বলে রাখা ভালো, গত ৯ নভেম্বর 'পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২৪'-এর শুভ সূচনা করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, "জেলার শিল্পীদের আরো বেশি করে সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এবার থেকে কোলকাতার পাশাপাশি রাজ্যের প্রতিটা জেলাতেও 'চারুকলা উৎসব'-এর আয়োজন করা হবে।"

শুধু তাই নয় মন্ত্রী আরো জানিয়েছিলেন, "নবীন প্রজন্মের শিল্পীদের অনুমতি ক্রমে তাঁদের তৈরী করা শিল্পকর্ম তথা অন্য তথ্য সম্বলিত সরকারী পোর্টাল তৈরির কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ।"

আজ অনুপম হালদার বলেছেন, "রাজ্যের বিভিন্ন জেলায় সরকারী ও বেসরকারী স্তরের বিভিন্ন উৎসব বা মেলায় আমার আলোকচিত্র প্রদর্শনীর চিন্তা ভাবনা এখন শেষ পর্যায় রয়েছে।"

Comments