ভবানীপুরে কার্ত্তিক পুজোর উদ্বোধন করলেন মদন মিত্র


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৫ নভেম্বর '২৪):- 'ভবানীপুর ইউনাইটেড ফোরাম' আয়োজিত কার্ত্তিক পুজোর উদ্বোধন করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র

কার্ত্তিক পুজোকে উপলক্ষ্য করে কোলকাতাবাসীকে চমকে দিতে এই বছর 'টয় ট্রেন চেপে ভূত বাংলো সফর' নামাঙ্কিত গা ছমছমে পরিবেশ সৃষ্টি করেছে 'ভবানীপুর ইউনাইটেড ফোরাম'।

উদ্বোধনী অনুষ্ঠানে মদন মিত্রর পাশে ছিলেন অভিনেত্রী শুভাঙ্কি ধর ও পুজোর অন্যতম উদ্যোক্তা ঝন্টু দে

Comments