নীরবে পশ্চিমবঙ্গে দলের শক্তিবৃদ্ধি করছে হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেকুলার)


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৫ নভেম্বর '২৪):- দলের অস্তিত্ব ও রাজনৈতিক শক্তিবৃদ্ধির কথা মাথায় রেখে 'দলীয় সদস্য বৃদ্ধি অভিযান' (Membership Recruitment Drive)-এ নামল 'হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেকুলার)' [Hindustani Awam Morcha (Secular)]-র পশ্চিমবঙ্গ প্রদেশ শাখা।

আজ কোলকাতার ভারত সভা হলে দলের রাজ্য সভাপতি ও জাতীয় মুখপাত্র শতদ্রু রায় (Satadru Roy, National Spokesman & State President, West Bengal), রাজ্যের কার্যনির্বাহী সভাপতি পার্থ দে (Partha Dey, Executive President, West Bengal), সাধারণ সম্পাদক লতিফ মণ্ডল (Latif Mandal, General Secretary, West Bengal) মহিলা নেত্রী পারমিতা মজুমদার ও সোমনাথ ঘোষ-এর উপস্থিতিতে 'মিলন মেলা'-কে কেন্দ্র করে সম্পন্ন হল সদস্য সংখ্যা বৃদ্ধি অভিযান।

বলে রাখা ভালো, ২০১৫ সালে 'জনতা দল ইউনাইটেড' (Janata Dal United) বা 'জেডিইউ' (JDU) থেকে বেরিয়ে 'হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেকুলার)' গঠন করেন জিতেন রাম মাঝি (Jiten Ram Majhi)।
এই মুহূর্তে ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (Union Minister, Department of Micro, Small & Medium Enterprises, Government of India) দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী রূপে তিনি সফলতার সাথেই কাজ করছেন।


'হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সুকুলার)'-এর রাজনৈতিক কর্মব্যস্ততা দেখে রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহলের একাংশের বক্তব্য, 'পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন' (West Bengal State General Assembly Election)-কে পাখির চোখ করে এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কর্মতৎপরতা দেখা যাচ্ছে। একদিকে বামদলগুলো 'আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল'-এ ঘটে যাওয়া মর্মস্পর্শী ঘটনা ও অর্থনৈতিক অনিয়মগুলোকে কেন্দ্র করে যেমন শক্তি বাড়াচ্ছে তেমনই 'ভারতীয় জনতা পার্টি' তাদের দলের পুরনো সদস্যদের গোঁসা ভাঙিয়ে রাজনীতির খোলা ময়দানে নামাতে ব্যস্ত, অন্যদিকে 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' 'বিজেপি' বা অন্যান্য রাজনৈতিক দল থেকে সদস্য-সদস্যাদের নিজেদের দলে যোগদান করানোর প্রক্রিয়া ঝড়ের বেগে চালিয়ে যাচ্ছে।

পশ্চিমবঙ্গের প্রধান দুই রাজনৈতিক দল যখন সরবে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত ঠিক তখন প্রায় চুপিচুপি দলীয় সদস্য বৃদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে 'হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেকুলার)'।

পশ্চিমবঙ্গের অনেক নাগরিক এই মুহূর্তে 'হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেকুলার)'-এর নাম সেভাবে না শুনলেও সরকারী তথ্য অনুযায়ী, বিধানসভা উপনির্বাচনে পাঁচটা অন্য আসনের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধেও প্রার্থী দিয়েছিল এই দল।

আজ দলীয় সদস্য বৃদ্ধি অভিযানে অংশগ্রহণ করে দলের জাতীয় মুখপাত্র তথা পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শতদ্রু রায় জানান, "কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি-র সাথে দেখা করে পশ্চিমবঙ্গের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সাথে যুক্ত মানুষদের নানাবিধ সমস্যা এবং দুর্দশার কথা জানানো হবে।"

Comments