হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২ অক্টোবর '২৪):- মহালয়ার পুণ্য তিথিতে প্রকাশিত হল স্বামী যোগস্বরূপানন্দ মহারাজ (Swami Yogswarupananda Maharaj)-এর বিভিন্ন ভাষণের পরিপ্রেক্ষিতে রচিত 'প্রাত্যহিক জীবনে স্বামীজীর বেদান্ত' (Pratyahik Jibane Swamijir Bedanta)।কোলকাতার ওয়াই এম সি এ সভাঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বামী সোমানন্দ মহারাজ (Swami Somananda Maharaj) বিবেকানন্দ-র ছবির পদপ্রান্তে উৎসর্গ করে 'প্রাত্যহিক জীবনে স্বামীজীর বেদান্ত' নামাঙ্কিত গ্রন্থের লোকার্পণ করেন।
বলে রাখা ভালো, ২০২৩ সালের ১৮ জুন থেকে ৮ অক্টোবর পর্যন্ত অন লাইনে স্বামী যোগস্বরূপানন্দ মহারাজ-এর অনলাইনে প্রদত্ত বিভিন্ন ভাষণের অনুলিপি প্রস্তুত করেন তৎকালীন হায়দরাবাদ নিবাসিনী অনামিকা ভট্টাচার্য এবং ভিডিও সংগ্রহ করেন কোলকাতা নিবাসিনী অপর মহিলা জয়শ্রী দাস।
পরবর্তী সময়ে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়-এর ১৯৯১-৯৪ বর্ষের ছাত্রদের আর্থিক সহায়তায় কোলকাতার 'সন্ধ্যা প্রকাশন' থেকে প্রকাশিত হয় স্বামী যোগস্বরূপানন্দ মহারাজ বর্ণিত ও অনামিকা ভট্টাচার্য বিরচিত গ্রন্থ 'প্রাত্যহিক জীবনে স্বামীজীর বেদান্ত'।
পরবর্তী সময়ে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়-এর ১৯৯১-৯৪ বর্ষের ছাত্রদের আর্থিক সহায়তায় কোলকাতার 'সন্ধ্যা প্রকাশন' থেকে প্রকাশিত হয় স্বামী যোগস্বরূপানন্দ মহারাজ বর্ণিত ও অনামিকা ভট্টাচার্য বিরচিত গ্রন্থ 'প্রাত্যহিক জীবনে স্বামীজীর বেদান্ত'।
ছবি :- রণেশ বিশ্বাস
Comments
Post a Comment