মহিলাদের সম্মান ও সুরক্ষা দিলে সমাজও আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে : মেহতাব হোসেন


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৯ অক্টোবর '২৪):- নারী ধর্ষণ ও বৃহত্তর প্রেক্ষাপটে নারী নির্যাতনের উপর এবার মুখ খুললেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন (Mehtab Hossain, Former Indian Footballer)। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, "অল্পবয়সী মেয়ে ও মহিলাদের প্রতি দায়িত্বশীল হোন, তাঁদের সম্মান ও সুরক্ষা প্রদান করুন, সমাজও আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে।"
আজ অপরাহ্ণে 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এ অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনে প্রদর্শনী পরিদর্শন করতে এসে মেহতাব হোসেন সাংবাদিক ও আলোকচিত্র প্রেমী দর্শনার্থীদের সামনে স্পষ্টভাবে এই কথা জানিয়েছেন।
 
তিনি আরো জানিয়েছেন, "বলতে তো চাই অনেক কিছু, কিন্তু এই মুহূর্তে বেশি কথা বলা বোধহয় সমীচীন নয়।" মেহতাব হোসেন যখন এই কথা বলছিলেন তখন তাঁর পাশে ছিলেন ভাষা ও সাহিত্য বিশারদ তথা শিক্ষাবিদ পবিত্র সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী।

বলে রাখা ভালো, কোলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এর নর্থ, ওয়েস্ট, নিউ সাউথ এ এবং বি গ্যালারিতে গতকাল থেকে চলছে এই আলোকচিত্র প্রদর্শনী।
                                                ছবি :- মৃত্যুঞ্জয় রায় 

Comments