উৎসবের প্রাক মুহূর্তে কোলকাতায় মন্দাকিনী


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৮ অক্টোবর '২৪):- উৎসবের প্রাক মুহূর্তে 'রাম তেরী গঙ্গা মৈলী' খ্যাত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তথা নায়িকা মন্দাকিনী (Mandakini, Indian Actress)-র উপস্থিতিতে আজ কোলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস' (Academy of Fine Arts, Kolkata)-তে 'মা আসছে' (Maa Aasche) নামাঙ্কিত এক আলোকচিত্র প্রদর্শনী (Photography  Exhibition)- র শুভারম্ভ হল।

বলে রাখা ভালো, আজ অপরাহ্ন থেকে কোলকাতায় শুরু হয়েছে আলোকচিত্রী অনুপম হালদার-এর দশম একক আলোকচিত্র প্রদর্শনী।


'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এর নর্থ, সাউথ, নিউ সাউথ এ এবং বি গ্যালারিতে 'মা আসছে' নামাঙ্কিত আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষ্যে আজ কোলকাতায় এসেছিলেন আশির দশকের বলিউডের সাড়াজাগানো নায়িকা মন্দাকিনী।
টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী পাওলি দাম, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী এবং আলোকচিত্রী অনুপম হালদার-এর পাশে দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে আলোকচিত্র প্রদর্শনীর শুভারম্ভ করেন মন্দাকিনী।

আলোকচিত্রী অনুপম হালদার (Anupam Halder, Photo Artist) জানিয়েছেন, "আগামীকাল রাত ৮ টায় শেষ হবে দুদিনের এই আলোকচিত্র প্রদর্শনী। দেড় শতাধিকের বেশি আলোকচিত্র নিয়ে চলছে এই প্রদর্শনী। উৎসাহী ব্যক্তিরা নিখরচায় এই প্রদর্শনীর আনন্দ নিতে পারবেন।"
                                                ছবি :- মৃত্যুঞ্জয় রায় 

Comments