হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৮ অক্টোবর '২৪):- উৎসবের প্রাক মুহূর্তে 'রাম তেরী গঙ্গা মৈলী' খ্যাত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তথা নায়িকা মন্দাকিনী (Mandakini, Indian Actress)-র উপস্থিতিতে আজ কোলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস' (Academy of Fine Arts, Kolkata)-তে 'মা আসছে' (Maa Aasche) নামাঙ্কিত এক আলোকচিত্র প্রদর্শনী (Photography Exhibition)- র শুভারম্ভ হল।বলে রাখা ভালো, আজ অপরাহ্ন থেকে কোলকাতায় শুরু হয়েছে আলোকচিত্রী অনুপম হালদার-এর দশম একক আলোকচিত্র প্রদর্শনী।
টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী পাওলি দাম, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী এবং আলোকচিত্রী অনুপম হালদার-এর পাশে দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে আলোকচিত্র প্রদর্শনীর শুভারম্ভ করেন মন্দাকিনী।
আলোকচিত্রী অনুপম হালদার (Anupam Halder, Photo Artist) জানিয়েছেন, "আগামীকাল রাত ৮ টায় শেষ হবে দুদিনের এই আলোকচিত্র প্রদর্শনী। দেড় শতাধিকের বেশি আলোকচিত্র নিয়ে চলছে এই প্রদর্শনী। উৎসাহী ব্যক্তিরা নিখরচায় এই প্রদর্শনীর আনন্দ নিতে পারবেন।"
ছবি :- মৃত্যুঞ্জয় রায়
Comments
Post a Comment