হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৮ অক্টোবর '২৪):- উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ সহ কোলকাতার ব্যাবসায়িক ক্ষেত্রের ঘর, রান্নাঘর ও বাহির (Home, Kitchen & Outdoor Segment) বিভাগে 'আমাজন.ইন' (Amazon.in)-এর বিক্রি বেড়েছে ২০ শতাংশ।বলে রাখা ভালো, গত ২৭ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে শুরু হয়েছে 'আমাজন'-এর 'গ্রেট ইণ্ডিয়ান ফেস্টিভ্যাল সেল' (Great Indian Festival Sale)। উৎসবে মরশুমে এই বিক্রি শেষ হবে ২৯ অক্টোবর।
আজ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক সম্মেলন করে 'আমাজন ইণ্ডিয়া'- ঘর, রান্নাঘর ও বহির্বিভাগ-এর নির্দেশক কে এন শ্রীকান্ত [K N Srikanth, Director, Amazon India (Home, Kitchen & Outdoor)] জানিয়েছেন, "উৎসবের মরশুমে 'আমাজন.ইন' পশ্চিমবঙ্গ ও কোলকাতায় ঘর, রান্নাঘর ও বহির্বিভাগে ২০ শতাংশ বৃদ্ধির মাইলফলক ছুঁয়েছে।"
Comments
Post a Comment