হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৩০ অক্টোবর '২৪):- এই বছরের 'জীবন কৃতি সম্মান' এবং 'রূপকথা শারদ সম্মান' প্রদান করল 'মানসী রিসার্চ ফাউণ্ডেশন'এর ছত্রছায়ায় চলা 'রূপকথা পত্রিকা'।
আজ বালিগঞ্জের 'রাজা শ্রীনাথ' হলে এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৯ জন স্বখ্যাত ব্যক্তিকে সম্মানিত করল 'রূপকথা পত্রিকা'। এঁদের মধ্যে ১ জন পেয়েছেন 'জীবন কৃতি সম্মান' এবং বাকি ১৮ জন ব্যক্তি পেয়েছেন 'রূপকথা শারদ সম্মান ২০২৪'।
'রূপকথা শারদ সম্মান ২০২৪'-এর প্রধান উদ্যোক্তা সৈকত হালদার এবং 'মানসী রিসার্চ ফাউণ্ডেশন'-এর অধ্যক্ষ মানসকুমার ঠাকুর একযোগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, " 'ভারত সেবাশ্রম সংঘ'-র সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ-কে এই বছরের 'জীবন কৃতি সম্মান' সহ 'ভারত সেবাশ্রম সংঘ'-র অপর সন্ন্যাসী স্বামী দিব্যানন্দ মহারাজ, অভিনেত্রী তনিমা সেন, লোকসঙ্গীত শিল্পী স্বপন বসু, চিত্র পরিচালক দিগ্বিজয় চৌধুরী, জনসংযোগ আধিকারিক তথা আলোকচিত্রী মৃত্যুঞ্জয় রায় এবং অপর আলোকচিত্রী অনুপম হালদার সহ অন্য ১২ জন স্বনামধন্য ব্যক্তির হাতে 'রূপকথা শারদ সম্মান' প্রদান করা হয়েছে।"
Comments
Post a Comment