হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৫ অক্টোবর '২৪):- রঙিন প্রলেপ যুক্ত ইস্পাত চাদর (Colour Coated Steel Sheets) ব্যাবসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বড়ো রকমের সাফল্য পেয়েছে 'জিন্দাল (ইণ্ডিয়া) লিমিটেড' [Jindal (India) Limited]।
সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, "অন্যান্য কোম্পানীর একই পণ্যের তুলনায় 'জিন্দাল'-এর সামগ্রী একদিকে যেমন পশ্চিমবঙ্গে বেশি বিক্রি হয়েছে, তেমনই মোট ব্যবসার ৩০ শতাংশ এসেছে পশ্চিমবঙ্গ থেকে।"
জেনে রাখা ভালো, 'বি সি জিন্দাল গোষ্ঠী' (B C Jindal Group)-এর ছত্রছায়ায় ১৯৫২ সালে পথচলা শুরু করেছিল 'জিন্দাল (ইণ্ডিয়া) লিমিটেড'।
জিন্দাল (ইণ্ডিয়া) লিমিটেড-এর মুখপাত্র সম্প্রতি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "জিন্দাল সাবরং (Jindal Sabrong) এবং জিন্দাল নিউ কালার+ (Jindal Neu Colour+) পণ্যের কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।"
Comments
Post a Comment